rakhi sawant, bollywood, Rakhi Sawant's mother passed away, রাখি সাওয়ান্ত, বলিউড, মারা গেলেন রাখি সাওয়ান্তের মা
ব্রেন টিউমার এবং ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াইয়ের পর ইহলোক ত্যাগ করলেন রাখি সাওয়ান্তের মা

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ গতকাল অর্থাৎ শনিবার বলিউড অভিনেত্রী এবং রিয়েলিটি টিভি তারকা রাখি সাওয়ান্তের মা জয়া সাওয়ান্ত ব্রেন টিউমার এবং ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াইয়ের পর পরলোক গমন করলেন। অভিনেত্রীর মা অনেক দিন ধরেই মুম্বাই-এর একটি হাসপাতালে গুরুতর  অবস্থায় ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে। ইনস্টাগ্রামে রাখি জানিয়েছেন, আজ রবিবার তার মায়ের শেষকৃত্য সম্পন্ন করা হবে।

শনিবার, মায়ের মৃত্যুর খবরটি রাখি সাওয়ান্ত একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন। সাম্প্রতিক সময়ে রাখিকে মাঝে মাঝেই হাসপাতাল থেকে তার মায়ের কিছু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যেত। মায়ের স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন আপডেট দিয়ে নিজের ভক্তদেরকে তার মায়ের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনাও করতে বলতেন তিনি।

কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই প্রার্থনা আর কাজে এলো না। তার মায়ের মৃত্যুতে জ্যাকি শ্রফ, মান্যতা দত্ত, আলি গনি এবং রশ্মি দেশাইয়ের মতো বলিউড সেলিব্রিটিগণ সমবেদনা জানিয়েছেন। মায়ের মৃত্যুর পরে রাখি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছিলেন। যেখানে তাকে অসহায়ভাবে কাঁদতে দেখা গিয়েছে। তার পরিবারের সদস্যদের তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেও দেখা গিয়েছে।

ভিডিওতে রাখিকে তার স্বামী আদিল খান দুররানিকে খুঁজতে দেখা গিয়েছে এবং বলিউড তারকা সালমান খানকে ভাই নামে ডেকে বিলাপ করতেও শোনা গিয়েছে। ভিডিওতে তিনি বলেন, মায়ের মৃত্যুতে তার মাথার উপর থেকে হাত উঠে গেলো। তার হারানোর আর কিছুই বাকি নেই।

অনেক সেলিব্রিটিকেও তাদের শোক প্রকাশ করতে দেখা গিয়েছে। অভিনেতা জ্যাকি শ্রফ তার ইনস্টাগ্রাম রিলে মন্তব্য করেছেন, আপনাকে এই অবস্থায় দেখে, আমার মা, বাবা, ভাইকে হারানোর বেদনা অনুভব করছি; তারা সবসময় আমাদের সাথে থাকবে।” রিধিমা পণ্ডিত লিখেছেন, রাখি নিজেকে শক্ত করো। প্রার্থনা এবং ভালবাসা পাঠাচ্ছি… তমাত মায়ের আত্মার শান্তি কামনা করি।

অভিনেত্রী নিশা রাওয়াল মন্তব্য করেছেন, আমার প্রিয় রাখি তোমায় এভাবে দেখে খারাপ লাগছে! সর্বদা আন্টিকে হাসিমুখে সাজগোজ করতে দেখেছি, তাকে এভাবে মনটা খুব খারাপ লাগছে! তার শান্তিপূর্ণ যাত্রার জন্য প্রার্থনা করছি! ঈশ্বর আপনাকে শক্তি দিন। অভিনেতা সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্ত লিখেছেন, ঈশ্বর আপনাকে পরিবারের এই বিরাট ক্ষতি সহ্য করার শক্তি ও সাহস দিন। ওম শান্তি! তাঁর আত্মার শান্তি কামনা করি।

অভিনেত্রী অনিতা হাসানন্দানি লিখেছেন, রিপ। অভিনেত্রী রশ্মি দেশাই মন্তব্য করেছেন, আরআইপি, ওম শান্তি। অভিনেত্রী রোশনি ওয়ালিয়া লিখেছেন, সবথেকে বেদনাদায়ক বার্তা! তার আত্মার শান্তি কামনা করি। অভিনেতা সোনাল চৌহান, প্রিন্স নারুলা এবং আলি গনিও রাখীর পোস্টে কমেন্ট বিভাগে ভাঙ্গা হৃদয়ের ইমোজি দিয়েছেন।