পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ গত ৩০শে ডিসেম্বর, শুক্রবার হাওড়া স্টেশনে উদ্বোধন হয় বন্দে ভারত এক্সপ্রেসের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবুজ পতাকা নেড়ে উদ্বোধন করেন বন্দে ভারত এক্সপ্রেস। তবে সেদিন উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে উঠে বক্তৃতা দেবার সময়ই চারিদিক থেকে প্রতিধ্বনি ভেসে আসে ‘জয় শ্রীরাম’-এর। সম্প্রতি বিজেপির সেই আচরণের পাল্টা জবাব দেন ফিরহাদ হাকিম। হিন্দি ছবির এক গান গেয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন রাজ্যমন্ত্রী ফিরহাদ হাকিম।
বর্তমানে সববিষয় নিয়েই চলছে রাজনীতি। তবে এবারে রাজনীতি মহলে ঘটলো এক অন্য ঘটনা। ৩০শে ডিসেম্বর শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের সময় হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের আগে মঞ্চে উঠে বক্তৃতা দেওয়ার সময় চারপাশ থেকে ভেসে আসে ‘জয় শ্রীরাম’-এর প্রতিধ্বনি। মুখ্যমন্ত্রী মঞ্চে না উঠে নীচে দাঁড়িয়েই ভাষণ দেন। বিজেপির এই আচরণে ক্ষুব্ধ হন সবুজ শিবির। গেরুয়া শিবিরকে পাল্টা জবাব দেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
গেরুয়া শিবিরের এমন আচরণে ফিরহাদ হাকিম বলেন, রামের নামে বদনাম করছে বিজেপিরা। সম্প্রতি বিধাননগরের বেশ কিছু প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যমন্ত্রী ফিরহাদ হাকিম। আর সেখানে তিনি বক্তৃতা দিতে গিয়ে তুলে ধরেন বিজেপির এই আচরণ।
ওই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি গেরুয়া সিবিরকে আক্রমণ করেন ‘হরে কৃষ্ণ হরে রাম’ হিন্দি ছবির কিশোর কুমারের গাওয়া ‘দেখো ও দিওয়ানো অ্যায়সা কাম না করো, রাম কা নাম বদনাম না করো’ গান গেয়ে। এর পাশাপাশি তিনি বলেন গেরুয়া শিবির রামের নামে বদনাম করছে।
বিজেপির এহেন আচরণ আগেও দেখা গিয়েছিল নেতাজির জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে। বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়ালে হওয়া এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা ব্যানার্জি। আর সেই অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী বক্তৃতা দেওয়ার জন্য যখন মঞ্চে ওঠেন, তখনই মঞ্চের নীচে থেকে ভেসে আসে ‘জয় শ্রীরাম’ প্রতিধ্বনি। আর সেই শুনে মেজাজ হারিয়ে মঞ্চ থেকে নেমে আসেন মাননীয়া মুখ্যমন্ত্রী। আর এই ঘটনার পুনরাবৃত্তি হল গত শুক্রবার হাওড়া স্টেশনে। তারপরই বিজেপি সমর্থকদের এই খারাপ আচরণে ক্ষুব্ধ হয়ে পাল্টা জবাব দিলেন ফিরহাদ হাকিম।