khela hobe, খেলা হবে, bengal post poll violence
ছবি - উইকিপিডিইয়া

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- বাংলায় ভোট পরবর্তী অশান্তি নিয়ে তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের রায় সিবিআই তদন্তের দিকে এগোতেই তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান নিয়ে মন্তব্য করলেন স্মৃতি ইরানি।

গতকাল কলকাতা হাইকোর্টের বৃহত্তর ডিভিশন বেঞ্চ ভোট পরবর্তী হিংসা নিয়ে চলা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এছাড়া কলকাতা হাইকোর্ট একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) তৈরি করার নির্দেশ দিয়েছে এ বিষয়ে তদন্ত করার জন্য। হাইকোর্ট এর এই রায় সামনে আসার পরেই কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি তৃণমূল কংগ্রেস এর ‘খেলা হবে’ স্লোগানকে কটাক্ষ করেন।

সংবাদ সংস্থা এএনআই কে দেওয়া একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন “আজকের হাইকোর্টের রায় থেকে বোঝা যাচ্ছে যে, আর ‘খেলা’ থাকবে না, শুধু ন্যায় বিচার হবে।”

মমতা ব্যানার্জি কে উদ্দেশ্য করে তিনি আরো বলেন যে “মমতা বন্দ্যোপাধ্যায় কি কখনো হিংসার কারণে বাংলা ছেড়ে যাওয়া মানুষদেরকে রাজ্যে ফিরে আসতে বলেছেন ? এত নারী ধর্ষিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি তাদের নৈতিক সমর্থন দিয়েছেন ? এত লোকের বাড়ি লুট করা হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে তিনি কি সেই পরিবারের কারো সাথে দেখা করেছেন ? না, তিনি কিছুই করেননি।”

তৃণমূলের খেলা হবে স্লোগান নিয়ে প্রশ্ন করতেই স্মৃতি ইরানি বলেন, “তৃণমূল কি খেলা করছে ? ধর্ষণ ও হত্যার খেলা ! এটা কেমন ধরনের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের।”