পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের জন্য দুয়ারে রেশন প্রকল্পটি চালু করার কথা বলেন। এই প্রকল্পটির মাধ্যমে রাজ্যের জনগণের বাড়ি বাড়ি পৌঁছে যাবে তাদের রেশন সামগ্রী। কিন্তু দুয়ারে রেশন প্রকল্পটি নিয়ে আরামবাগে রেশন ডিলারদের মধ্যে বিক্ষোভ দেখা দিয়েছে। তাদের বক্তব্য, এই প্রকল্পটি যেন বাতিল করে দেওয়া হয়।
সেখানকার রেশন ডিলারদের মতে, এই প্রকল্পটি চালু হলে তাদের অধিকতর ক্ষতির মুখে পড়তে হবে। তাই তারা এই প্রকল্পের স্বপক্ষে নন। তাদের মন্তব্য, দেড় বছর ধরে তাদের কমিশন মেটানো হয়নি। দুয়ারে রেশন নামক এই নতুন প্রকল্পটির ফলে পরবর্তীকালে তাদের আরও ক্ষতির সম্মুখীন হতে হবে।
রেশন ডিলার দের কথায় “বাড়ি বাড়ি গিয়ে রেশন দিতে বলছে সরকার। কিন্তু কিভাবে যাব ? কোন গাড়িতে পণ্য সামগ্রী যাবে ? কিভাবে ডিলাররা দিয়ে আসবে ? সে কথা কোনভাবেই স্পষ্ট উল্লেখ করা হয়নি। এছাড়া কোনও কমিশনের কথাও বলা হয়নি। কাজেই এটা আমাদের পক্ষে মানা সম্ভব না।”
অন্যদিকে দুয়ারে সরকার প্রকল্পটি জনগণের মধ্যে যথেষ্ট গ্রহণযোগ্য বলে আপাতত দাবি করা যাচ্ছে। এই প্রকল্পটির জন্য সরকারি কোষাগার থেকে ঠিক কতটা খরচা বাড়তি হবে, সে বিষয়ে একটি নথি তৈরি করার জন্যই খাদ্য দপ্তর পরীক্ষামূলকভাবেই এই নতুন প্রকল্পটির কাজ শুরু করতে চলেছে। এই বছরের ১৫ ই সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে দুয়ারে রেশন প্রকল্পটি চালু হতে চলেছে। এটিকে ট্রায়াল ভেবেই এগোবে সরকার।
অন্যদিকে ডিলারদের বিক্ষোভ আটকানোর জন্য আরামবাগ মহকুমা তাদের সঙ্গে আলোচনায় বসার কথা বলে। মহাকুমা থেকে বলা হয়, এই নতুন প্রকল্পটি একটি পাইলট প্রজেক্ট। এই প্রকল্পের মাধ্যমে ডিলারদের সমস্ত রকম সমস্যার কথা ভাবা হবে। ডিলারদের বক্তব্য শোনা হবে। তাদের সাথে আলোচনায় বসা হবে।