দুয়ারে রেশন, মমতা বন্দ্যোপাধ্যায়
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ২০২১ এ বিধানসভা ভোটে জিতে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হয়েই তাঁর সবচেয়ে দৃষ্টান্ত মূলক প্রকল্প “দুয়ারে রেশন” প্রক্রিয়া শুরু করতে চলেছেন তিনি।

মন্ত্রিত্ব পেয়েই একের পর এক প্রতিশ্রুতি দেওয়া কাজ বাস্তবে রুপায়ন করতে শুরু করলেন মুখ্যমন্ত্রী। প্রথমেই তিনি শুরু করলেন “দুয়ারে রেশন” প্রকল্পে নিয়োগ প্রক্রিয়া। সেই মর্মে আগামী শুক্রবার থেকেই শুরু হতে চলেছে পরীক্ষা মূলক ভাবে দুয়ারে রেশন প্রক্রিয়া।

সারা রাজ্যেই এই পরিষেবা চালু হবে। তবে আপাতত পাহাড়ে চালু হচ্ছে না এই পরিষেবা। নির্বাচনী প্রচার চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এই দুয়ারে রেশন প্রক্রিয়া শুরু করার কথা বলেছিলেন। তখন অনেকেই বলেছিলেন যে, নিছক নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে এই প্রকল্প এর কথা বলছেন মুখ্যমন্ত্রী।

তবে সেই দুয়ারে রেশন যে শুধুমাত্র নির্বাচনী প্রচার ছিল না সেটাই আবারও প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা অতিমারিতে যাতে সাধারণ মানুষের দীর্ঘ ক্ষণ লাইনে দাঁড়িয়ে রেশন না তুলতে হয় সেই দিকে লক্ষ রেখেই আগামী শুক্রবার থেকেই মুখ্যমন্ত্রী চালু করতে চলেছেন দুয়ারে রেশন প্রকল্পের পরীক্ষা মূলক প্রক্রিয়া।

দুয়ারে রেশন নিয়ে খাদ্য দফতরের সচিবের সাথে ফুড কমিশানের বৈঠক হয়। সেই মতোই এই প্রকল্প চালু করার কথা বলা হয়। এই প্রকল্প চালানোর জন্য প্রতি কুইন্টালে ২০০ টাকা করে প্রত্যেক রেশন ডিলারকে কমিশন দিতে হবে। প্রথম ১৫ দিন সমস্ত রেশন দোকান থেকেই এই প্রকল্পের জিনিস নিয়ে সরবরাহ করা হবে।