RCB vs MI, mumbai indians, royal challengers bangalore, ipl, ipl 2021, ব্যাঙ্গালোর বনাম মুম্বাই, রোহিত শর্মা, বিরাট কোহলি
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ দীর্ঘ অপেক্ষার পর আজ দেশের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল ২০২১। আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। আজ শুক্রবার সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে শুরু হতে চলেছে আইপিএল টুর্নামেন্ট।

আজ মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মা ও বিরাট কোহলি। ভারত তথা বিশ্বের দুই সেরা ব্যাটসম্যানের মধ্যে লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে আইপিএল প্রেমীরা।

মুম্বাই ইন্ডিয়ান্স এর সঙ্গে আরসিবি এখনো পর্যন্ত ২৯ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১৯ টি জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স (MI) আর ১০টি জিতেছে আরসিবি (RCB)। অধিনায়াক বিরাট কোহলি এবছর ২০০ টি আইপিএল ম্যাচ খেলা তৃতীয় খেলোয়াড় হতে পারেন। সেই কৃতিত্বে তাকে পৌঁছাতে হলে তাকে ৮ টি ম্যাচে অংশগ্রহণ করতে হবে।

এ পর্যন্ত বিরাট কোহলি তাঁর আইপিএল ক্যারিয়ারে পাঁচবার সেঞ্চুরি করেছেন। ১৮৪ ইনিংস খেলে ৫ হাজার ৮৭৮ রান করেছেন তিনি। জাতীয় দলের অধিনায়ক হিসেবে বিরাট কোহলি অনেক সাফল্য পেলেও আইপিএলে বিরাট এর থেকে এগিয়ে রোহিত শর্মা।

আজকের আইপিএল এর ম্যাচ দুই হেভিওয়েট প্লেয়ারদের লড়াই বললেই চলে। মুখোমুখি হতে চলেছে দুই শক্তিশালী দল। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কারা কারা মাঠে নামছেন এক নজরে দেখে নিন – অধিনায়ক রোহিত শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, কিরণ পোলার্ড, জেমস নিশিম, ক্রুনাল পান্ডিয়া, জয়ন্ত যাদব, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, যশপ্রীত বুমরাহ।

এছাড়াও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কারা কারা মাঠে নামছেন এক নজরে দেখে নিন – অধিনায়ক বিরাট কোহলি, দেবদত্ত পাদিককাল, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ আজহারউদ্দিন, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিসন, নবদীপ সাইনি, মোহাম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।