El Clasico, FC Barcelona, Real Madrid, Spanish Super Cup
বছরের প্রথম এল ক্লাসিকোতে ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ, স্প্যানিশ সুপার কাপ জিতল বার্সেলোনা | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পরাজিত করে ১৪ তম স্প্যানিশ সুপার কাপ শিরোপা জিতল ফুটবল ক্লাব বার্সেলোনা। গতকাল ম্যাচে চির প্রতিবন্ধী বার্সেলোনার সামনে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচে দাঁড়াতেই পারেনি রিয়াল মাদ্রিদ। ৩-১ গোলের ব্যবধানে ফাইনালে হেরে যায় গতবারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীরা।

খেলা শুরুর প্রথমার্ধ থেকেই বেশ আক্রমণাত্মক মনোভাব নিয়ে ফুটবল খেলতে নেমেছিল ফুটবল ক্লাব বার্সেলোনা। ম্যাচের প্রথম দিক থেকেই আক্রমণের ঝড় তুলে আনছিল তারা। ম্যাচের ৩৩ মিনিটের মাথায় বার্সেলোনার হয়ে প্রথম গোলটি তুলে নিলেন তাদের তরুণ খেলোয়াড় গাভী।

রবার্ট লেওয়ানডোস্কির পা দিয়ে বাড়ানো বল সোজা জালে জড়িয়ে দিলেন এই তরুণ স্প্যানিশ তারকা। এবং প্রথমার্ধ শেষ দিকে লেওয়ানডোস্কির গোলে ২-০ গোলে এগিয়ে যায় এফসি বার্সেলোনা। প্রথমার্ধে সেরকমভাবে গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় রিয়াল মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধে বিরতির পর খেলা শুরু হতেই বল নিয়ন্ত্রণ ছিল বার্সেলোনার কাছেই। ৬৯ মিনিটে বার্সেলোনার হয়ে আরো একটি গোল করলেন পেদ্রি। ৩-০ গোলে বেড়ে যায় জয়ের ব্যবধান। তবে খেলায় ফিরে আসতে অনেক দেরি করে ফেলেছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের শেষ দশ মিনিট বল নিয়ন্ত্রণ থাকে রিয়াল মাদ্রিদের কাছেই। সুযোগ তৈরি করতে পারলেও গোল করতে ব্যর্থ হয় তারা।

এরপর চেষ্টা করেও আর ঘুরে দাঁড়াতে পারেনি ‘লস ব্লাঙ্কোস’ শিবির। রিয়াল মাদ্রিদের বেশ কিছু দারুণ আক্রমণ রুখে দিয়েছেন বার্সেলোনা গোলরক্ষক টার স্টেগেন। খেলা ইনজুরি টাইমে খেলা গড়ালে শেষ মুহূর্তে ৯৩ মিনিটের মাথায় একটি গোল পরিশোধ করেন করিম বেনজেমা। তবে তার করা সেই গোলে ম্যাচে শুধু হারের ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ।