smartphone, realme race, realme, রিয়েলমি রেস, রিয়েলমি
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ REALME খুব শীঘ্রই ভারতে তার নতুন Realme Race এই স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। একের পর এক নজরকাড়া মডেল নিয়ে হাজির হচ্ছে রিয়েলমি সংস্থা। যা গ্রাহকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠছে। এবার শুধু ধৈর্যের পরীক্ষা। মার্কেটে কবে আসবে Realme Race ফোনটি, তা আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেনি Realme স্মার্টফোন সংস্থা ।

রিয়েলমির নতুন স্মার্টফোনটির ডিজাইন এবং সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে হাজির হয়েছিল। সেখানেই নজরে এসেছে রিয়েলমি রেসে-র লুক এবং ফিচারস। TENNA সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছে রিয়েলমি রেস ফোনের মডেল নাম্বার RXM2202। Realme Race ফোনটি লাইট ব্লু কালারে দেখা গিয়েছে সার্টিফিকেশন সাইটে। ফোনটির পিছনে দেওয়া হয়েছে গ্র্যাডিয়্যান্ট ফিনিশিং। পাশাপাশি ফোনটির আকর্ষণীয় বাড়াতে দেওয়া হয়েছে গ্লাস ব্যাক।

Realme Race এর এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে Qualcomm Snapdragon 888। ফোনটিতে থাকবে 12 GB RAM ও 256 GB Storage। ফোনটিতে থাকছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি এমোলেড ডিসপ্লে। এর আগে রিয়েলমির বেশিরভাগ ফোনগুলোতে লক্ষ্য করা গিয়েছে ওয়াটার ড্রপ নচ সেলফি ক্যামেরা। এবার রিয়েলমির নতুন স্মার্টফোনে পাঞ্চ হল সেলফি ক্যামেরার দেখা মিলবে।

সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করার জন্য ফোনটির ব্যাক সাইডে থাকবে ৬৪ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর, ২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, এবং আরেকটি 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর থাকছে ফোনটিতে। এছাড়াও ফোনটিতে মিষ্টি সেলফি তোলার জন্য দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Realme Race ফোনটিতে থাকছে ১২৫ ওয়াট এর ফাস্ট চার্জিং। যা ফোনটিকে খুবই দ্রুত চার্জ করতে সক্ষম করে। ফোনটির সিকিউরিটি হিসেবে স্ক্রিনের উপর থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে সাপোর্ট করবে দুটি NANO-SIM এবং ফোনটি ফাইভ জি সাপোর্ট। আশা করা যাচ্ছে Realme Race মার্চের ৪ তারিখ ইন্ডিয়াতে লঞ্চ করবে। ভারতের বাজারে ফোনটির দাম আনুমানিক ২৭,৯৯৯।

রিয়েলমি প্রেমীদের জন্য খুবই সুখবর। রিয়েলমি ফোন গুলির পিছনে বড় বড় অক্ষরে ট্যাগলাইন হিসেবে ব্যবহার করা হতো ‘DARE TO LEAP’। রিয়েলমি ইউজাররা সমস্ত কিছুতে সন্তুষ্ট হলেও এই ট্যাগ লাইন এ আপত্তি জানিয়েছিলেন। এবার রিয়েলমি সংস্থা ইউজারদের কথা মাথায় রেখে ‘DARE TO LEAP’ এই তিনটি শব্দ আর ব্যবহার করবে না তাদের স্মার্টফোন গুলীতে। এবার থেকে রিয়েলমির ফোন গুলিতে এই ট্যাগলাইন আর দেখা যাবে না।