পশ্চিমবঙ্গ ডেস্কঃ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের প্রচুর পরিমাণে প্রিন্সিপাল নিয়োগ করতে চলেছে পাঞ্জাব পাবলিক সার্ভিস কমিশন। পাঞ্জাব পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ১১৯ টি শুন্য পদ রয়েছে এবং সবগুলি প্রিন্সিপাল পদে। চাকরি প্রার্থীদের জন্য এটা খুবই সুখবর।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন। তবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে এবং শিক্ষা যোগ্যতার প্রয়জনিতা সবকিছুই নিম্নে দেওয়া হল-
- পদ – প্রিন্সিপাল।
- মোট শূন্যপদ – ১১৯ টি।
- শিক্ষাগত যোগ্যতা – যেকোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে আর্টস, সাইন্স, কমার্স অথবা মাস্টার ডিগ্রী পাস করতে হবে। তবে এসটি (Scheduled Castes), এসটি (Scheduled Tribes) ও জেনারেলদের ক্ষেত্রে নম্বর এর দিক থেকে রয়েছে বিশেষ ছাড়। জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য মিনিমাম ৫০ শতাংশ নাম্বারের প্রয়োজন হবে। এর পাশাপাশি এসটি (Scheduled Castes), এসসি (Scheduled Tribes), ওবিসি (other Backward Classes) ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৪৫ শতাংশ নাম্বারের প্রয়োজন হবে।
- বয়স – ০১/০১/২০২১ অনুসারে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া –
আবেদন করার জন্য প্রথমে প্রার্থীকে পাঞ্জাব পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। হোম পেজে প্রবেশ করার পর অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেশন খুলতে হবে। সেখানেই পেয়ে যাবেন আবেদন পত্রটির ফর্ম। এপ্লাই নাও (apply now) তে ক্লিক করে ফর্মটি সম্পূর্ণ ভরাট করে ফেলতে হবে। সব কিছু কমপ্লিট করার পর অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
আবেদন ফি:-
আবেদনের জন্য এসসি, এসটি ও পাঞ্জাবের পিছিয়ে পড়া শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন ফ্রি রাখা হয়েছে ৭৫০ টাকা। এর পাশাপাশি পাঞ্জাবের এক্স সার্ভিস ম্যান প্রার্থীদের জন্য আবেদন ফি রাখা হয়েছে ৫০০ টাকা। বাদবাকি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদন ফি রাখা হয়েছে ১,৫০০ টাকা।
আবেদন শুরু হয়েছে ২৮/০৮/২০২১ তারিখে এবং আবেদনের শেষ তারিখ হল ২০/০৯/২০২১। আবেদনকারীরা খুব শীঘ্রই আবেদন সেরে ফেলুন।