Recruitment corruption, partha chatterjee, west bengal, নিয়োগ দুর্নীতি, পার্থ চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ
নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত নন! জেলে রেখে চরিত্র কালিমালিপ্ত করা হচ্ছে, জামিনের আর্জি পার্থ চট্টোপাধ্যায়ের

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত নন এবং কোনো টাকা পয়সাও নেননি, গত বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে গিয়ে এমনই দাবি করে জামিনের আর্জি জানালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার কাছ থেকে কোনো টাকা উদ্ধার হয়নি। তাই তিনি নিয়োগ দুর্নীতি কান্ড বা টাকা সংক্রান্ত কোনো কাজের সাথেই যুক্ত নন, এমনটাই দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রীর।

নিয়োগ দুর্নীতি মামলায় লেনদেন হয়েছে কোটি কোটি টাকার। আর সেই মামলার অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ টাকা। তার সাথে উদ্ধার হয়েছে সোনার বাট।

অর্পিতার ফ্ল্যাট থেকে এই টাকা উদ্ধার হওয়ার পর আটক করা হয় অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়কে। তবে তারা বরাবরই বলেছেন, এই টাকা তাদের নয়। তাহলে টাকা কার? সেই প্রশ্নের উত্তরও দিতে পারেনি পার্থ।ঘনিষ্ঠ বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পর পার্থকে জেল হেফাজতে বন্দি করা হয়।

তারপর থেকে তাকে যতবারই আদালতে পেশ করা হয় তিনি বারংবার দাবি করেছেন তিনি কোনো টাকা নেননি। এর পাশাপাশি তিনি এও দাবি করেন, তিনি কোনো নিয়োগ দুর্নীতি কান্ডের সাথেও জড়িত নন। তার এইসব দুর্নীতিতে কোনো হাত নেই। তাই প্রতিবারই তিনি আদালতে হাজিরা দিয়ে তার জামিনের আর্জি জানান। তাই এবারেও বৃহস্পতিবার জামিনের আর্জি জানালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

এছাড়া, আদালতে হাজিরা দিতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় এও মন্তব্য করেন যে, চাকরিপ্রার্থীদের বলা হচ্ছে অযোগ্য, তাহলে এখানে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা কি? এছাড়া, তিনি আদালতে এও প্রশ্ন করেছেন যে, সিবিআই তাকে বৃহত্তর ষড়যন্ত্রকারী বলে মন্তব্য করছে। সেই বৃহত্তর ষড়যন্ত্র আসলে কি? এই বিষয়েও তিনি কোনো উত্তর পাননি।

তাই আদালতের কাছে পার্থ চট্টোপাধ্যায় সিবিআই-এর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে যে, কোনো বৃহত্তর ষড়যন্ত্রের সাথে তার জড়িত থাকার প্রমাণ এখনো সিবিআই দিতে পারেনি। জেলে বন্দি রেখে তার চরিত্রকে সমাজের কাছে কালিমালিপ্ত করছে। আর কতদিন এই বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলে সিবিআই তাকে জেলে রাখবেন?

অন্যদিকে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপর এত কিছু হওয়া সত্ত্বেও তিনি তার দলকে কখনোই অস্বীকার করেননি। তিনি বারংবার তার দলের হয়ে কথা বলেছেন। তার দল তাকে তার পদ থেকে বহিষ্কার করে দিলেও তিনি সাংবাদিক সংস্থার কাছে কখনোই দলের নামে খারাপ কথা বলেননি।