weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ গতকাল সকাল থেকেই একটানা বৃষ্টি হয়ে চলেছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি তার দাপট দেখাতে শুরু করেছে। গতকাল প্রবল বৃষ্টির জেরে শহর কলকাতার বেশিরভাগ অংশ জলমগ্ন হয়ে পড়েছে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণ বাংলাদেশ সীমান্তের উপর একটি নিম্নচাপ অবস্থান করেছে। যার জেরে দক্ষিণবঙ্গের জেলা গুলিতেও বৃষ্টি হয়ে চলেছে। তবে আজ শুক্রবার কিছুটা হলেও আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

গতকাল সারা দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে দেখা গিয়েছিল শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। তবে সন্ধ্যার দিকে প্রবল বৃষ্টির সম্মুখিন হয় তিলোত্তমা। যার কারণে ঠনঠনিয়া, কলেজস্ট্রিট, মুক্তারাম বাবু স্ট্রিট, মানিকতলা, সুকিয়া স্ট্রিট, কালীঘাট, গড়িয়া এই সমস্ত এলাকা গুলি জলমগ্ন হয়ে পড়েছে। তবে আজ এখনো পর্যন্ত তেমন বৃষ্টির দেখা মেলেনি। কিন্তু দুই-এক জায়গায় আলসেগুড়ির দেখা মিলেছে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল গুলিকে ইতিমধ্যে লাল সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপের জেরে সমুদ্রের উত্তাল হয়ে উঠেছে। যার কারণে মৎস্যজীবীদেরকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
ছবি – সংগৃহীত

আজকের (Weather) আবহাওয়াঃ
আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৬ শতাংশ। গতকালের তুলনায় আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে দুই এক পসলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আজ পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জোরে সেখানে কমলা সর্তকতা জারি করা হয়েছে। এছাড়াও বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর পাশাপাশি উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সাথে সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।