co win app, corona vaccine
ছবি - সংগৃহীত

ওয়েব ডেস্কঃ- কেন্দ্রীয় সরকার এবার বাজারে আনতে চলেছে করোনা টিকা বন্টন সংক্রান্ত তথ্যমূলক অ্যাপ ‘কো উইন’। গুগল প্লে স্টোর এবং অ্যাপল আই স্টরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করলেই জানতে পারবেন সমস্ত রকম তথ্য, যেমন কিভাবে ভ্যাকসিন-এর জন্য আবেদন করবেন, কিভাবে নাম রেজিস্টার করতে হবে, কতটা পরিমাণ ভ্যাকসিন দেওয়া হবে, কারা প্রথমে ভ্যাকসিন পাবেন ইত্যাদি।

জনগণের আবেদন প্রক্রিয়ার সুবিধার্থে অ্যাপটিকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে।

১। প্রশাসনিক মডিউল (Administrator Module) : এই মডিউলে টিকাকরণ কর্মসূচির পরিচালকদের সম্পর্কে জানা যাবে।

২। নিবন্ধীকরণ মডিউল (Registration Module) : এই মডিউল-এর সাহায্যে জনগণ টিকাকরনের জন্য তাদের নাম নথিভুক্ত করতে পারবেন। নাম রেজিস্টার-এর জন্য ১২টি ফটো আইডির মধ্যে যেকোনো ১টি যেমন ভোটার আইডি, আধার কার্্‌ ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, পেনশন ডকুমেন্ট ইত্যাদি কাজে লাগবে।

৩। টিকাকরণ মডিউল (Vaccination Module) : টিকার স্ট্যাটাস আপডেট সহ টিকা-গ্রাহকের তথ্য ভেরিফাই করবে এই মডিউল।

৪। সুবিধাজনক স্বীকৃতি মডিউল (Beneficiary Acknowledgement Module) : নাম রেজিস্টার-এর পর এই মডিউল-এর মাধ্যমে মোবাইল নম্বরে এসএমএসের দ্বারা ভ্যাকসিনের তারিখ, সময় এবং জায়গা সম্পর্কে তথ্য পাঠানো হবে। কিউ আর-বেসড সার্টিফিকেট জেনারেট হবে এবং যেসব ব্যক্তির টিকা নেওয়া হয়ে যাবেন তাদের কাছে এসএমএস যাবে।

৫। রিপোর্ট মডিউল (Report Module) : এই মডিউল-এ জানা যাবে কতজন টিকা নিয়েছেন এবং কতজন টিকাকরণ এর সময় অনুপস্থিত ছিলেন।

জনসাধারণ এই অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্র।