পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। সারা দক্ষিণবঙ্গ জুড়ে ভ্যাপসা গরমে অতিষ্ঠ বঙ্গবাসী। তবে এবার উত্তরবঙ্গে বৃষ্টির সাথে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর :-
আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, মালদা, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলির বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে আবহাওয়া দপ্তর এর তরফে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর :-
অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস, জারি করা হয়েছে কমলা সর্তকতা। এই জেলাগুলিতে আজ বৃষ্টিপাত হবে ৭ থেকে ২০ সেন্টিমিটার এর মধ্যে।
এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই জেলাগুলিতে বৃষ্টিপাত হবে ৭ থেকে ১১ সেন্টিমিটার।
কলকাতার আবহাওয়ার খবর :-
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে ৭৯ শতাংশ। এছাড়া আজ কলকাতায় দুপুরের পরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
সতর্কতা :-
আজ রাজ্যের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার কারণে সাধারণ মানুষকে বৃষ্টি চলাকালীন নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে রাজ্যের মৎস্যজীবীদের সমুদ্রের যাওয়া নিয়ে কোনোরকম নিষেধাজ্ঞা জারি করা হয়নি।