পশ্চিমবঙ্গ ডেস্কঃ মহামারী করোনার কারণে দীর্ঘ দুই বছর স্কুল বন্ধ থাকার পর কিছুদিনের জন্য খোলা হয়েছিল রাজ্যের স্কুল গুলিকে। এরপর ফের গরমের ছুটি ঘোষণা করে রাজ্য সরকার। রাজ্যে তাপপ্রবাহের কারণে ফের বাড়ানো হয় স্কুলে গরমের ছুটি।
দীর্ঘ প্রতীক্ষার পর আগামী সোমবার খুলছে রাজ্যের স্কুল গুলি। সমস্ত কোভিড বিধি মেনেই চলবে স্কুল এমনটাই জানানো হয়েছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। তবে পড়ুয়ারা সোমবার থেকে স্কুলে আসলেও শিক্ষক-শিক্ষিকা ও সহকর্মীদের ২৫ শে জুন অর্থাৎ শনিবার থেকেই স্কুলে আসতে হবে এমনটাই শুক্রবারের বৈঠকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
ইতিমধ্যেই এই বার্তা পাঠানো হয়েছে রাজ্যের প্রতিটি জেলার জেলা শাসকদের কাছে। সূত্রের খবর অনুযায়ী , স্কুল খোলার আগেই পুরো স্কুল চত্বরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফেলতে হবে, মূলত সে কারণেই শনিবার থেকে স্কুল শিক্ষক-শিক্ষিকা সহ কর্মীদের স্কুলে আসার কথা জানিয়েছে শিক্ষা দপ্তর। এর পাশাপাশি আরও নির্দেশ দেওয়া হয়েছে যে, স্কুল চত্বরে যাতে সমস্ত রকম কোভিড বিধি মেনে চলা হয় তার উপর বিশেষ নজর রাখতে হবে।
মহামারী করোনার জেরে গত দুই বছর বন্ধ ছিল প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান। এর ফলে সরকার সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীদের ক্লাস গুলি যাতে বন্ধ না হয়। সে কারণে ক্লাস ও পরীক্ষার ব্যবস্থা করা হয় অনলাইনে। প্রাইমারি স্তরের স্কুলগুলিতে মডেল প্রশ্ন বাড়িতে দিয়ে দেওয়া হয়েছিল অভিভাবকদের হাতে, পরীক্ষার্থীরা সেগুলি লিখে অভিভাবকদের হাত দিয়েই স্কুলে জমা দিয়েছিল।
তবে এই পদ্ধতির অবসান ঘটতে চলেছে এবার, শিক্ষক-শিক্ষিকার সম্মুখে বসেই ছাত্র-ছাত্রীরা ক্লাস করতে পারবে। গরমের ছুটির পর সোমবার থেকে পুরোপুরি জোরকদমে চলবে স্কুল এমনটাই বার্তা শিক্ষা দপ্তরের। তবে বর্তমানে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। এমত অবস্থায় অভিবাবকরা দুশ্চিন্তার মুখে নিজের সন্তানদেরকে নিয়ে।