পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় চর্চার মধ্যগগনে থাকা বলি-ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় সুন্দরী হলেন ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela)। কিছুদিন আগেই ক্রিকেটার ঋষভ পন্থের সাথে এই অভিনেত্রীর নাম জড়িয়েছিল এবং নেট পাড়ায় চলছিল তাদের সম্পর্কের নানান জল্পনা। ঋষভ পন্থের অ্যাক্সিডেন্টের পরই সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের ছবি ও প্রেয়িং লিখে পোস্ট করেছিলেন ঊর্বশী। আর সেই নিয়েই নানান বক্তব্য নেটিজেনদের।
বলি-ইন্ডাস্ট্রির এক অন্যতম অভিনেত্রী হলেন ঊর্বশী রাউতেলা। অনেকদিন ধরেই ঋষভ পন্থের সাথে ঊর্বশীর সম্পর্ক নিয়ে বেশ জল ঘোলা হয় নেটদুনিয়ায়। সম্প্রতি ঋষভ পন্থের অ্যাক্সিডেন্টের খবর প্রকাশ্যে আসে সর্বত্র। আর তারপরেই অভিনেত্রী ঊর্বশী ‘প্রেয়িং’ লিখে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
তবে সেখানে ঋষভ পন্থের নাম উল্লেখ করেননি অভিনেত্রী। অ্যাক্সিডেন্টের পরই সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দেখে তুমুল আলোচনা শুরু হয় ঋষভ-ঊর্বশীর (Urvashi-Rishav) সম্পর্ক নিয়ে। এছাড়া গত বৃহস্পতিবারে ঊর্বশীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা আরো একটি ছবি সেই জল্পনাকে উর্ধ্বমুখী করে।
শুধু অভিনেত্রী ঊর্বশী রাউতেলা নয়, অভিনেত্রীর মা মীরা রাউতেলাও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ঋষভ পন্থের অ্যাক্সিডেন্টের পর তার দ্রুত সুস্থ কামনার জন্য প্রার্থনা করেন। এছাড়া গত বৃহস্পতিবার ঊর্বশী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন একটি ছবি যাতে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালটি দেখা যাচ্ছিল। যেখানে ভর্তি রয়েছে ক্রিকেটার ঋষভ পান্থ। কিন্তু ঊর্বশী আদেও হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন কিনা তা নিয়ে ক্যাপশনে তিনি কিছুই প্রকাশ করেননি।
অনেকের বক্তব্য, ঋষভ পান্থকে দেখতে গিয়েই এই ছবি ক্যামেরাবন্দি করেন ঊর্বশী আর সেই নিয়েই তাদের জল্পনা আরো তুঙ্গে ওঠে। নেটিজেনদের মতে, ঊর্বশীর ঋষভের প্রতি কতটা টান তা তিনি আবারও প্রমাণ করলেন এই পোষ্টের মাধ্যমে। আবার কিছু মানুষের ধারনা, ঊর্বশী ঋষভের সাথে আলোচনায় থাকতে চান সেই জন্যই এই ধরনের ছবি পোস্ট করছেন তিনি।
তবে ঊর্বশীর করা পোস্টগুলিতে কোথাও ঋষভ পন্থের নাম উল্লেখ ছিল না। কিন্তু ঋষভের অ্যাক্সিডেন্টের পরে এই ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ায় পরিলক্ষিত হওয়ায় নেটিজেনদের জল্পনা আরো ঊর্ধ্বমুখী হয়েছে।