weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বঙ্গের আবহাওয়া পরিবর্তন ঘটেছে ইতিমধ্যেই। বুধবার সকাল থেকেই মুখ ভার করে বসেছে আকাশ। তার সাথে সাথে বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। অস্বস্তিকর বোধ করছে বাংলার মানুষ।

তাপমাত্রার পারদ বাড়তে বাড়তে স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেড়েছে আজ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বুধবার কলকাতার মানুষ প্রচন্ড গরম ও অস্বস্তি বোধ করবেন। আকাশের মুখ কিছুটা ভারী থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অফিস সূত্রে খবর, গত সপ্তাহের শুরুতেই ক্রমশ বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। বর্তমানে কলকাতার তাপমাত্রা রয়েছে ৩৭ ডিগ্রির কাছাকাছি। আবহাওয়াবিদদের মতে দু-একদিনের মধ্যে তা ৩৮ ডিগ্রি তে পৌঁছাবে। বর্তমানে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩৮ ডিগ্রি এর কাছাকাছি এবং আবহাওয়াবিদরা জানিয়েছেন দিন কয়েকের মধ্যেই তাপমাত্রার পারদ বেড়ে ৪০ ডিগ্রিতে পৌঁছাবে।

আজকের আবহাওয়া (Weather):
আজ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রী এর কাছাকাছি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রী বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি এর কাছাকাছি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রী বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৪২ শতাংশ। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অফিস সুত্রে খবর, বঙ্গোপসাগরের উপর কোন প্রকার ঝঞ্ঝাট এখনও দেখা দেয় নি। তার কারণে রাজ্যজুড়ে কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।