বিশ্বকাপ ফুটবলঃ- বিশ্বকাপে আগামী ৭ ডিসেম্বর রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে সুইজারল্যান্ড এর বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে পর্তুগাল। তবে সাউথ কোরিয়ার বিপক্ষে রোনাল্ডোর পারফরম্যান্সের পর অনেক ফুটবলপ্রেমীরাই প্রথম একাদশে দেখতে চাইছেন না রোনালডোকে। এই মৌসুমটা একেবারেই ভাল যাচ্ছেনা সিআরসেভেনের জন্য। বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই বিতর্কের মুখে জড়িত হন তিনি। জুভেন্তাস ছেড়ে প্রাক্তন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যাবর্তনের মুহূর্তটা খুব একটা মধুর হয়নি রোনাল্ডোর। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া একটি সাক্ষাৎকারে রীতিমতো গালমন্দ করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড এবং তাদের কোচ এরিক টেন হ্যাগকে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার রোনাল্ডো। যার কারণে ম্যানচেস্টার ইউনাইটেড সম্পর্ক বিচ্ছেদ করেছে রোনাল্ডোর সঙ্গে।
আবার ফের বিতর্কে সম্মুখীন হতে হয় রোনাল্ডোকে। এবছর বিশ্বকাপেও চেনা-পরিচিত ছন্দে একেবারে দেখতে পাওয়া যায়নি পর্তুগালের এই কিংবদন্তি ফুটবলারকে। এখন পর্যন্ত একটিমাত্র গোল রয়েছে তার ঝুলিতে, তাও আসে পেনাল্টিতে, পেনাল্টির সিদ্ধান্ত নিয়েও উঠেছিল অনেক প্রশ্ন। এমনকি পর্তুগালের এই তারকা ফুটবলারকে গোটা ৯০ মিনিট খেলাচ্ছেন না পর্তুগিজ কোচ ফার্নান্ডো স্যান্টোস।
রাউন্ড অফ সিক্সটিন ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোল করে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছেন লিওনেল মেসি। এই বিশ্বকাপে চারটি ম্যাচে মোট তিনটি গোল করেছেন তিনি। তাই এবার অগ্নিপরীক্ষার মুখে রয়েছেন সিআরসেভেন। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরে এবার রাউন্ড অফ সিক্সটিন সুইজারল্যান্ডের মুখোমুখি হতে চলেছে পর্তুগাল। তবে এই ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন রোনাল্ডো।
দলের সঙ্গে অনুশীলনে যোগ না দিয়ে রবিবার বান্ধবী জিয়োর্জিনা রদ্রিগআবুং এবং বোন কাতিয়ার সঙ্গে কাতারে ঘুরে বেড়াচ্ছেন রোনাল্ডো। ইনস্টাগ্রাম এবং টুইটারে সেই ছবি পোস্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে একাধিক পর্তুগাল সর্মথক। সর্মথকরা বলছেন, “দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হারার পর কি করে এত খুশির মেজাজে রয়েছেন রোনাল্ডো। সামনেই রাউন্ড অফ সিক্সটিন এর গুরুত্বপূর্ণ ম্যাচ সুইজারল্যান্ড এর বিরুদ্ধে। অনুশীলনে মন দেয়া উচিত তার।” বিরক্ত হয়েছেন পর্তুগালের সাংবাদিকরাও। তারা বলছেন, “শেষ বিশ্বকাপটি স্মরণীয় করে রাখার জন্য তার অনেক বেশি পরিশ্রম করা উচিত। এই সময় খেলার থেকে বেশি অন্যদিকে মাথা ঘামাচ্ছেন তিনি। সুইজারল্যান্ড বেশ শক্তিশালী দল। ব্রাজিলের আক্রমণভাগকে প্রায় আটকে দিয়েছিল তারা। কোনমতে শেষ মুহূর্তে গোল করেন ক্যাসেমিরো। তারা প্রথম থেকেই চেষ্টা করবে রোনাল্ডোকে তার স্বাভাবিক খেলা খেলতে না দেওয়ার।”
৭ ডিসেম্বর অর্থাৎ আজ সুইজারল্যান্ডে বিরুদ্ধে মুখোমুখি হবে পর্তুগাল। সুইজারল্যান্ডকে হারালেই শেষ আটে পৌঁছে যাবে রোনাল্ডোর দল। তবে সুইজারল্যান্ড এর বিরুদ্ধে রোনাল্ডো যেন প্রথম একাদশে না থাকেন এমনটাই চাইছেন ৭০ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী সমর্থকরা। শুধু মাত্র ৩০ শতাংশ সম্পূর্ণ আস্থা রেখেছেন সর্বকালের অন্যতম ফুটবলারের সেরা উপর। তাদের দাবি, ‘রোনাল্ডোকে নিয়ে যখনই বিতর্ক সৃষ্টি হয়েছে, নিজের পারফরম্যান্সের দ্বারা সবার মুখ বন্ধ করিয়েছেন তিনি।’