পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ– ঘানার বিপক্ষে বিশ্বকাপ আজ অভিযান শুরু করতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। এই বছর কাতার বিশ্বকাপে বাড়তি নজরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। যদিও বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি মেসির আর্জেন্টিনা দলের জন্য। তবে আজ বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। এর আগে বিশ্বকাপে কখনো সফল হয়নি পর্তুগাল। তবে অনেকেই পর্তুগালকে বিশ্বকাপের ফেভারিট হিসাবে নিজেদের তালিকায় রেখেছেন।
বিশ্বকাপ খেলতে আসার কিছুদিন আগেই ম্যানচেস্টার ইউনাইটডের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে ফুটবল মহলে শোরগোল এনে দিয়েছেন সিআরসেভেন। সদ্য ম্যান ইউনাইটেড এর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেছেন তিনি। এই মৌসুমটাও ক্লাবের হয়ে ভালো কাটেনি তার। তবে সেগুলি নিয়ে ভাবছেন না ফুটবলের সর্বকালের অন্যতম সেরা তারকা। তার মনোযোগ এখন বিশ্বকাপের উপর।
অন্যদিকে তাদের প্রতিদ্বন্দ্বী ঘানা খাতায়-কলমে দুর্বল দল হলেও সতর্ক হয়ে মাঠে নামতে চাইছেন কোচ ফার্নান্দো সান্তোস। কারণ ইতিমধ্যেই এবারের বিশ্বকাপে অঘটন ঘটা শুরু হয়ে গিয়েছে। তাই বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কোন রকমের ঝুঁকি নিতে চাইছেন না পর্তুগিজ কোচ। অপরদিকে আন্ডারডগ হিসাবে ম্যাচ খেলতে নামবে ঘানা। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ আট ম্যাচে সাতটি জয় পেয়েছে এই আফ্রিকান দলটি।
উল্লেখ্য, পর্তুগালের হয়ে প্রথম ম্যাচের একাদশে থাকতে পারেন গোলরক্ষক হিসেবে দুর্গ সামলাবেন দিয়েগো কস্তা। রক্ষণভাগে থাকবেন পেঁপে, রুবেন ডায়াস, যাও ক্যান্সেলো এবং নুনো মেন্ডেস। মাঝ মাঠে দায়িত্বে থাকবেন ব্রুনো ফানান্দেস , ফ্যাবিও কারভালো, রুবেন নাভাস। আক্রমণভাগে থাকবে রোনাল্ডো, বার্নার্দো সিলভা এবং রাফায়েল লিও।
২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে শেষবারের মতো মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও ঘানা। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং পর্তুগাল ম্যাচ জিতেছিল। তাই এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই পর্তুগালের সামনে নামার সময় রোনালদোকে নিয়ে আলাদা পরিকল্পনা থাকবে এই আফ্রিকান দেশটির।অন্যদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি জিততে মরিয়া থাকবেন রোনাল্ডো।