পশ্চিমবঙ্গ ডেস্কঃ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ছেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। তিনি অবশ্য তৃণমূলেরই নেতা ছিলেন, বিধানসভা ভোটের আগেই তিনি বিজেপিতে যোগদান করেছেন। এই মুহূর্তে তিনি ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী।
বিজেপি কর্মীদের উপর তৃণমূল দুষ্কৃতীদের আক্রমণের অভিযোগ তোলেন বিজেপি তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ। সেই ঘটনার জের কাটাতে না কাটাতেই অভিযোগ বিজেপি-র তারকা প্রার্থীর।
ভবানীপুরের প্রার্থী হওয়ায় ভবানীপুরের বিভিন্ন এলাকায় ভোট প্রচারে বের হয়েছেন তিনি। তারকা প্রার্থীর অভিযোগ, ভবানীপুরের গোপালনগর এলাকায় ৭৪ নম্বর ওয়ার্ডে যখন তিনি ভোট প্রচার শুরু করেন। তখনই হঠাৎ তাদের উপর আক্রমণ চালায় তৃণমূল দুষ্কৃতীরা। ভোট প্রচারে বাধা দেওয়া হয় বিজেপির তারকা প্রার্থী ও তার সঙ্গে থাকা বিজেপি কর্মীদের কে।
এছাড়াও অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি ভবানীপুর থানার দ্বারস্থ হন এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলেন। থানায় অভিযোগ করে কোনও লাভ হয়নি বলে জানান তারকা প্রার্থী।
রুদ্রনীল একসময় তৃণমূলের নেতা ছিলেন, বিধানসভা ভোটের আগে দিল্লিতে যান তিনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে বিজেপির পতাকা হাতে তুলে নেন। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তাঁকে ভবানীপুরের প্রার্থী করা হয়েছে। তার বিরুদ্ধে লড়ছেন তৃণমূলের হয়ে রাজ্যের মন্ত্রী তথা বর্ষিয়ান নেতা শোভন দেব চট্টোপাধ্যায়।
বিজেপি সূত্রে খবর পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রকার সাহায্য পাওয়া যায়নি পুলিশের কাছ থেকে। বেশ কিছুদিন ধরেই ভবানীপুরে প্রচার করছেন তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ। এলাকায় কোন প্রকার উন্নয়ন হয়নি বলে সরাসরি আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে।
এছাড়াও বিজেপি তারকা প্রার্থী জানিয়েছে, প্রচারে গিয়ে ভবানিপুরের মানুষ তাকে যে ভাবে ভালবাসা দিচ্ছে ও স্বাগতও জানাচ্ছে। সেই দৃশ্য দেখতে পারছে না তৃণমূল। তাই ভোট প্রচারে বাধা দেওয়া হচ্ছে। এমন কি বিজেপি-র পোষ্টার ও ব্যানার ছিরে ফেলা হচ্ছে। এছাড়াও পোষ্টার বা ব্যানার লাগাতে গেলে বিজেপি কর্মীদের মারধোর করছে বলে অভিযোগ বিজেপি প্রার্থীর।
ভোট প্রচারে বাধা দেওয়া এবং ধাক্কাধাক্কি করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । বিজেপি সুত্রে খবর পুলিশের কাছে গিয়ে কোন লাভ হয়নি। পুলিশের কাছে অভিযোগ করলে ভবানীপুর থানার পুলিশ কোনো কথায় কর্ণপাত করেনি। এদিনের ঘটনাকে কেন্দ্র করে আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ।