পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- রামপুরহাটের বগটুই গণ হত্যাকাণ্ড নিয়ে রাজ্যসভায় বলতে গিয়ে হাউ হাউ করে কেঁদে ফেললেন রাজ্য বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। এই হত্যাকাণ্ড নিয়ে বলতে গিয়ে রীতিমতো ভেঙে পড়লেন তিনি।
গতকাল রাজ্যসভায় রূপা গঙ্গোপাধ্যায় বলেন,”আমরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি। পশ্চিমবঙ্গ জুড়ে গণহত্যা চলছে। মানুষ রাজ্য ছেড়ে পালাচ্ছেন। বাচ্চা-বয়স্ক সবাই চলে যাচ্ছে রাজ্য ছেড়ে। পশ্চিমবঙ্গে বেঁচে থাকা দায় হয়ে উঠেছে।”
তিনি রাজ্যসভায় কাঁদতে কাঁদতে আরও বলেন,””পশ্চিমবঙ্গ ভারতেরই অংশ। এখানকার মানুষদেরও বেঁচে থাকার অধিকার আছে। পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করা তো অপরাধ নয়। কিন্তু এখানে মানুষের বেঁচে থাকা দুর্বিষহ হয়ে উঠেছে।”
https://twitter.com/ashamishra/status/1507415739019407360