পশ্চিমবঙ্গ ডেস্কঃ বঙ্গে বিধানসভা ভোট নির্বাচন চলাকালীন উত্তপ্ত বাংলা। ভোটের আগেই বিরোধী দল একে অপরকে আক্রমণ শানিয়ে অনেক বক্তব্য দিয়ে চলেছেন। তবে এবার ভোট প্রচারে গিয়ে অশ্লীলতার মাত্রা ছাড়িয়ে বিতর্কে জড়ালেন আসানসোলের বিজেপি তারকা প্রার্থী অগ্নিমিত্রা পাল।
আসানসোল বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়ে লড়েছেন অগ্নিমিত্রা পাল এবং তার বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়ছেন তারকা প্রার্থী সায়নী ঘোষ। ভোটব্যাংকে ভোট জমা করতে একে অপরকে আক্রমণ করে বক্তব্য রাখা এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু ইতিমধ্যেই আক্রমণ করতে গিয়ে শালীনতার মাত্রা অতিক্রম করে ফেলেছেন আসানসোলের দক্ষিণের বিজেপির তারকা প্রার্থী অগ্নিমিত্রা পাল।
তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ কে আক্রমণ শানিয়ে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, “আমার বিরুদ্ধে তৃণমূলের যে লড়ছে, উনি তো রাজনীতি জানেন না। সিনেমা এবং সিরিয়াল করত তাই রাজনীতি না জানাটাই স্বাভাবিক। তাই ২ রা মে ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর, আমার কাছে ভোটে হারার পর, হয়তো দেখা যাবে উনি কনডমের দোকান খুলেছেন। অথবা অন্য কোন পেশায় যোগ দেবেন কিংবা অভিনয় জগতেই তিনি ফিরে যাবেন।”
তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ কে আক্রমণ করতে গিয়ে অশ্লীল বক্তব্য রেখে বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এমন বক্তব্য করে চাপের মুখে পড়েছে বিজেপি প্রার্থী।
অগ্নিমিত্রা পাল এর এমন বক্তব্যে পাল্টা জবাব দিয়েছেন সায়নী ঘোষ। আসানসোলের তারকা প্রার্থী সায়নী জানিয়েছেন, “বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল কুরুচিকর মন্তব্য করে আসলে নিজের নিম্ন রুচির পরিচয় দিয়েছেন। কোন সঠিক শিক্ষা যে তিনি পাননি তার পরিচয় দিচ্ছেন। উনি আমায় কথায় কথায় বাচ্চা বলতেন, আমার থেকে এত সিনিয়র হয়েও কিভাবে এত কুরুচিকর মন্তব্য করল তা আমার জানা নেই।”
আসানসোল বিধানসভা কেন্দ্রে কুরুচিকর মন্তব্য করে প্রশ্নের মুখে অগ্নিমিত্রা পাল। তৃণমূল প্রার্থীকে এমন নিন্দনীয় ভাষায় আক্রমণ করায় ভোট বক্সে কিরূপ ফলাফল হবে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ। বিজেপি প্রার্থীর এমন কুরুচিকর মন্তব্য ইতিমধ্যেই ফেসবুকে পোস্ট করে হাতিয়ার করে তুলেছেন তৃণমূল প্রার্থীরা।