পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ লড়াই যেন শেষ হতেই চাইছে না। শত প্রতিকূলতার মাঝেও মনের জোর কমেনি সব্যসাচী চৌধুরীর। বাংলা ধারাবাহিকের চেনা মুখ এবং বর্তমানে ‘রিয়েল ফাইটার’ ঐন্দ্রিলাকে ফের ভেন্টিলেশনে রাখতে বাধ্য হয়েছেন ডাক্তাররা। এই অবস্থায় তার সুখ দুঃখের সঙ্গী এবং প্রেমিক সব্যসাচী চৌধুরী ফেসবুক পোষ্টে বলেন, “আরেকটু থাকতে দাও ওকে, এসব লেখার অনেক সময় পাবে।”
এর আগেও সব্যসাচী একাধিক পোস্ট করে সকলের কাছে প্রার্থনা করেছেন যে, প্রত্যেকে যেন ভগবানের কাছে ঐন্দ্রিলার সুস্থতা কামনা করেন। তবে জানা গিয়েছে, গতকালের এই পোস্টটি খানিকটা ক্ষুব্ধ হয়েই করেন সব্যসাচী। বুধবার হৃদরোগে আক্রান্ত হওয়ার ফলে হার্ট অ্যাটাক হয় অভিনেত্রী ঐন্দ্রিলার। ফলে তাকে ফের ভেন্টিলেশনে রাখতে বাধ্য হন চিকিৎসকরা। এর মাঝেই নেট দুনিয়ায় চাউর হয়ে যায়, ঐন্দ্রিলা আর নেই। অনেকে পোস্ট করেন, RIP ঐন্দ্রিলা। এই ধরনের মিথ্যে এবং ঘৃণ্য কাজে ক্ষুব্ধ হয়েই সব্যসাচী গতকাল ফেসবুকে পোস্ট করেন, আরেকটু সময়ের জন্য যেন থাকতে দেওয়া হয় ঐন্দ্রিলাকে, এসমস্ত লেখার অনেক সময় পাবে।
বিগত দু-সপ্তাহ ধরে হাওড়ার এক হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী। শারীরিক কোন উন্নতি চোখে পড়ছে না ডাক্তারদের। চলছে একাধিক অ্যান্টিবায়োটিক। চিকিৎসকরা প্রাণপণ চেষ্টায় বারবার বদল করে দিচ্ছে ঔষধ। রয়েছে একাধিক শারীরিক জটিলতা। এর মাঝেই হৃদরোগের কারণে গতকাল হার্ট অ্যাটাক হয় ঐন্দ্রিলার। তার এই কঠিন পরিস্থিতিতে সর্বক্ষণ ছায়ার মত পাশে রয়েছে তার প্রেমিক। বর্তমান এই মানসিক অবস্থায় নেট দুনিয়ায় ঐন্দ্রিলার মৃত্যুর গুজব ছড়ানোর ফলে বিরক্ত প্রেমিক সব্যসাচী এবং অভিনেত্রীর পরিবারের লোকজন।
গত সপ্তাহে ঔষধপত্র এবং চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন অভিনেত্রী। এর ফলে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন প্রেমিক সব্যসাচী চৌধুরী এবং ঐন্দ্রিলার পরিবারের লোকজন। কিন্তু সকলকে নিরাশ করে ফের অবনতি ঘটে তার শরীরের। জানা গিয়েছে, খুব মারাত্মকভাবে রক্তচাপ ওঠানামা করছে তার। তবে সকলের বিশ্বাস, তিনি ফের এই প্রতিকুলতাকে কাটিয়ে ফাইটার হিসেবে সুস্থ হয়ে ফিরে আসবেন।
অভিনেত্রীর অনুগামী এবং টলিপাড়ার সকলেই এখন মীরাক্কেলের অপেক্ষায়। ঐন্দ্রিলা শর্মার আরোগ্য কামনায় ভরে উঠছে সোশ্যাল মিডিয়া।