পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ– করোনা আক্রান্ত হলেন শচীন তেণ্ডুলকার। অসুস্থ অবস্থায় ভর্তি করা হল হাসপাতালে। করোনা ভাইরাসের উপদ্রব যে একটুও কমেনি সেটা আবারও প্রমাণ হল এই সময়। করোনা আক্রান্ত হয়েছিলেন আগেই তবে এবারে ডাক্তারের পরামর্শে তাঁকে ভর্তি করা হল হাসপাতালে।
এদিন সকালে নিজেই টুইট করে ক্রিকেটের ঈশ্বর লেখেন যে, তিনি করোনা পজেটিভ এবং এতদিন নিজেকে সম্পূর্ণ আইসোলেশানে রেখেছিলেন। কিন্তু এবারে চিকিৎসকের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছুদিন হল তিনি করোনা আক্রান্ত হয়েছেন। যদিও তিনি সমস্ত প্রয়োজনীয় প্রোটোকল মেনেই চলছিলেন।
সৌরভ গাঙ্গুলির পর এবারে শচীন তেণ্ডুলকার। ভারতীয় ক্রিকেটের দুই মহীরুহ যেন একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন। ফ্যানেরা তো বটেই, সারা দেশ উদ্বিগ্ন শচীন তেণ্ডুলকারের শারীরিক অবস্থা নিয়ে। সকলেই প্রার্থনা করছেন এবং অপেক্ষা করছেন যাতে তাড়াতাড়ি তিনি বাড়ি ফিরে আসেন তার জন্য।
আজ সকালে শচীন তেণ্ডুলকার নিজেই টুইট করে লেখেন যে, “চিকিৎসকের পরামর্শে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে উঠেই আমি দ্রুত ফিরে আসব। আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করছেন এবং আমি আপনাদের সবাইকে এই জন্য ধন্যবাদ জানাই।”
— Sachin Tendulkar (@sachin_rt) March 27, 2021
শুধু তাই নয় আজ আরও একটি বিখ্যাত দিন। আজকের দিনেই ২০১১ সালে ভারত ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। আর আজ ২০২১ সালে বিশ্বকাপ জেতার ১০ বছর পূর্তি। আর সেই উপলক্ষ্যে শচীন তেণ্ডুলকার সকল খেলোয়াড়কে অভিনন্দনও জানান। এখন শুধু অপেক্ষা এবং প্রার্থনা। খুব তাড়াতাড়ি যেন ক্রিকেটের ইশ্বর শচীন তেণ্ডুলকার সুস্থ অবস্থায় করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরে আসেন, তার অপেক্ষায় এখন সারা দেশ।
https://twitter.com/sachin_rt/status/1377853111944015873