kolkata metro, metro railway, west bengal metro news
জোকা-তারাতলা মেট্রো নিরাপত্তা খতিয়ে দেখতে স্টেশনে উপস্থিত সেফটি কমিশনার | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ দীর্ঘদিনের স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। চলতি বছরেই চলবে জোকা-তারাতলা মেট্রো। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মেট্রো চড়বে বেহালাবাসী। তবে বেহালাবাসীর মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কবে থেকে চলবে জোকা-তারাতলা মেট্রো ? বেহালাবাসীর অন্দরে থাকা প্রশ্নগুলিকে উসকে দিয়ে মেট্রো রেলের নিরাপত্তা সংক্রান্ত প্রটোকল খতিয়ে দেখলেন রেলওয়ে সেফটি কমিশনার মোহাম্মদ লতিফ খান।

জানিয়ে রাখি, জোকা-তারাতলা মেট্রো ট্রায়েল রান হয়েছে অনেক আগেই। যার কারণে অনেকেই ভেবেছিলেন এবার হয়তো জোকা-তারাতলা রুটে চলবে মেট্রো। কিন্তু তখন মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে পাকাপাকি ভাবে জানানো হয়নি কবে থেকে চলবে মেট্রোরেল। তবে এবার নিরাপত্তা ও সুরক্ষা ছাড়পত্রের পরেই মেট্রোরেল চলবে এমনটাই জানালো রেল কর্তৃপক্ষ।

মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, রুটের সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। ফলে জোকা- তারাতলা রুটে খুব শীঘ্রই মেট্রোরেলে চেপে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। শুধু যাত্রী নিরাপত্তা ও সুরক্ষা ছাড়পত্র পেলেই জোকা-তারাতলা মেট্রো রুটে মেট্রো রেলের চাকা গড়াতে শুরু করবে। মেট্রো রেল কর্তৃপক্ষের কথামতো জানা গিয়েছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে চলতে পারে জোকা- তারাতলা মেট্রো।

আর সেই জন্যই জোকা তারাতলা মেট্রো নিরাপত্তা খতিয়ে দেখতে জোকা মেট্রো স্টেশনে এলেন রেলওয়ে সেফটি কমিশনার। গতকাল বৃহস্পতিবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের সেফটি কমিশনার মোহাম্মদ লতিফ খান কন্ট্রোল রুম থেকে শুরু করে মেট্রো লাইন এবং অগ্নিনির্বাপক ব্যবস্থা সবকিছুই পরিদর্শন করেন। এছাড়াও তিনি ট্রলিতে করে প্রতিটি স্টেশন খতিয়ে দেখেন। জানা গিয়েছে, জোকা-তারাতলা রুটে মোট ৬ টি স্টেশন রয়েছে। সবকটি স্টেশনে তিনি উপস্থিত হন এবং সকল স্টেশনে যাত্রী নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুত এই রুটে চলাচল করবে মেট্রোরেল এমনটাই রেল কর্তৃপক্ষের দাবি।