mamata banerjee, saayani ghosh, tmc,
ছবিঃ ফেসবুক

পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ বঙ্গে চলছে সপ্তম দফার ভোট গ্রহণ পর্ব। কলকাতা, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান এই ৪ টি জেলায় আজ ৩৪ টি আসনে হচ্ছে নির্বাচনী ভোট। সপ্তম দফার নির্বাচনী ভোটকে কেন্দ্রে অশান্তি লেগেই আছে সকাল থেকে।

তবে সপ্তম দফার নির্বাচনী ভোটে একাধিক তারকা প্রার্থীর ভাগ্য পরীক্ষা নির্ধারণ হতে চলেছে আজ। তারই মধ্যে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষের নামও রয়েছে আজকের তালিকায়। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সায়নী ঘোষ এবং সায়নী ঘোষের বিরুদ্ধে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অগ্নিমিত্রা পাল।

সকাল হতে না হতেই বুথ পরিদর্শন করতে বেরিয়েছেন তৃণমূল তারকা প্রার্থী সায়নী ঘোষ। তাকে দেখা গিয়েছে একাধিক বুথ কেন্দ্রে। তবে আজকের এই বুথ পরিদর্শনে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন সায়নী ঘোষ। তৃণমূল তারকা প্রার্থী আসানসোল দক্ষিণে বার্নপুরের শান্তি নগরে সোনামাটি স্কুলে বুধ পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে গিয়েই পুলিশের সঙ্গে বচসায় সায়নী।

ওই বুথ কেন্দ্রে তৃণমূল প্রার্থী কে ঘিরে জমায়েত সৃষ্টি হয়। প্রার্থীর সঙ্গে লোকের জমায়েত হাটানোর নির্দেশ দেয় এক পুলিশ অফিসার এবং তিনি প্রশ্ন করনে, প্রার্থীর সঙ্গে এত জন কেন ? তখনই তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ওই পুলিশ অধিকারীকের কাছে নাম জানতে চান। তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ কে ওই পুলিশ আধিকারিক নিজের নাম বলেন, “মাই নেম ইজ এম মন্ডল, অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ।”

এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় সামনে আসতে না আসতেই ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছেন ওই পুলিশ অফিসার। তাকে বলিউডের সিঙ্গম অজয় দেবগন এর সাথে তুলনা করেছেন অনেকে।