পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ– বৃহস্পতিবার মধ্যরাতে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২-০ গোলে তারা হারিয়ে দেয় সার্বিয়াকে। লুসাইল স্টেডিয়ামে বারবার সার্বিয়ার রক্ষণভাগের সামনে আটকে যাচ্ছিল নেইমাররা। প্রথমার্ধের শুরুতে একটু এলোমেলো লাগছিল ব্রাজিল দলকে কিন্তু সেটা কাটিয়ে সেই চিরপরিচিত ব্রাজিল হয়ে উঠতে বেশি সময় নিল না তারা। আক্রমণাত্মক সুন্দর ফুটবল, এটাইতো ব্রাজিলের ফুটবল দর্শন। সহজেই প্রথম ম্যাচ জিতে মাঠ ছাড়লো নেইমার বাহিনী।
ম্যাচের শুরুর দিক থেকেই একটু ডিফেন্সিভ ফুটবল খেলছিল সার্বিয়া। অন্যদিকে গোল মুখে সুযোগের পর সুযোগ পেয়েও, একের পর এক সুযোগ নষ্ট করছিল ব্রাজিল। খেলা দেখে মনে হচ্ছিল বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচটি ড্র দিয়েই শুরু করবে সেলেকাওরা। কিন্তু রিচার্ডলিশনের মাথায় ছিল অন্য চিন্তা। সার্বিয়ার রক্ষণের প্রাচীর ভেদ করে জোড়া গোল করেন রিচার্ডলিশন। ৬২ মিনিটের মাথায় তার প্রথম গোলে এগিয়ে যায় সেলেকাওরা। ৭৩ মিনিটে বাইসাইকেল কিকে সার্বিয়ার জালে দ্বিতীয় বার বল জড়ান তিনি। তার দুর্দান্ত দ্বিতীয় গোলের কোন জবাবই ছিলনা সার্বিয়ার কাছে।
como parar de ver o vídeo do richarlison fazendo um gol perfeito na sérvia google pesquisar pic.twitter.com/vq2hOGPeqL
— key ִֶָ ֺ (@luvsenozii) November 25, 2022
মরু দেশে সাম্বা ঝড় তুলে বিশ্বকাপের অভিযান শুরু করলো ব্রাজিল। প্রথমার্ধে সার্বিয়া রক্ষণভাগের কাছে বারবার আটকে পড়ার সত্ত্বেও দ্বিতীয়ার্ধে রিচারলিশন, ভিনিসিয়াস ও রাফিনহাকে রেখে ব্রাজিলের কোচ তিতে বুঝিয়ে দিয়েছিলেন আক্রমণাত্মক ভঙ্গিতে ফুটবল খেলতে চান তিনি। সঙ্গে নেইমার তো ছিলেনই। প্রথমার্ধে একের পর এক আক্রমণ তোলা সত্বেও পাভলোভিচ, ভেলকোভিচ, মিলেনোভিচের রক্ষণের কাছে হার মানতে হচ্ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলকে। অবশ্য এরকম পারফরম্যান্সের জন্য সার্বিয়ার গোলরক্ষক মিলিঙ্কোভিক-সাভিক আলাদা প্রশংসা প্রাপ্য। গোটা ম্যাচে একের পর এক অসাধারণ সেভ করেন তিনি। কিন্তু শেষপর্যন্ত রিচার্ডলিশন এর পায়ের কাছে পরাজিত হতে হলো তাকে।
প্রথমার্ধে নেইমারকে তার চিরপরিচিত ছন্দে দেখতে পাওয়া যায়নি। এরমধ্যে সার্বিয়ার ডিফেন্ডাররা ছিল দীর্ঘকায় চেহারার। শারীরিক ক্ষমতা দিয়েই বারবার নেইমারকে আটকে দিচ্ছিলেন সার্বিয়ার কোচ স্টোকোভিচের ছেলেরা। প্রথমার্ধেই ৫বার ফাউল করা হয়েছিল এই ব্রাজিলিয়ান তারকাকে। তবে দ্বিতীয়ার্ধে নেইমারকে আরও বেশি আগ্রাসী মেজাজে দেখা গেল। বেশ কয়েকবার চোরা স্প্রিন্ট টেনে বল পায়ে প্রতিপক্ষের বক্স পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন তিনি । কিন্তু শেষপর্যন্ত বল জালে রাখতে পারেননি।
এই ম্যাচটির আগে দু’বার সার্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। দু’বারই জিতে মাঠ ছেড়েছিল সেলেকাওরা। এর মধ্যে সবথেকে বড় ব্যবধানে জয় পেয়েছিল ২০১৮ র বিশ্বকাপে। একটা সময় মনে হচ্ছিল চার বছর আগের হারের বদলা নেবে সার্বিয়া। কিন্তু শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হলে তাদের।
উল্লেখ্য, তবে ব্রাজিল কিন্তু শুধু আক্রমনাত্মক ফুটবল খেলে জয় পেল না, ব্রাজিলিয়ান কোচ তিতে বুঝিয়ে দিলেন কেন তিনি এই ৯ জন ফরোয়ার্ডকে বোঝাই করে নিয়ে এসেছেন, একের পর এক আক্রমণ তুলে আনলে বিপক্ষ দল আর কতক্ষণ লড়বে ! সার্বিয়া কে হারিয়ে মরু দেশে সাম্বা ঝড় তুলে সেটাই জানিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল।