LGBTQIA, same-sex marriage, supreme court, এলজিবিটিকিউআইএ, সমলিঙ্গ বিবাহ, সুপ্রিম কোর্ট
সমলিঙ্গের বৈবাহিক স্বীকৃতি সম্পর্কিত শুনানি মার্চে, ঘোষণা সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বহুদিন ধরেই সমলিঙ্গের ব্যক্তিরা নিজেদের বৈবাহিক স্বীকৃতির উদ্দেশ্যে লড়াই করে চলেছেন। গত সোমবার দিল্লি হাইকোর্ট দেশের সমলিঙ্গ বিবাহের স্বীকৃতি চেয়ে একগুচ্ছ আবেদন সুপ্রিম কোর্টে স্থানান্তর করেছে। জমা পরা সকল আবেদনগুলির শুনানির জন্য ১৩ই মার্চ দিন স্থির করা হয়েছে।

দেশের সব হাইকোর্টে জমে থাকা সমলিঙ্গ সংক্রান্ত যাবতীয় মামলাগুলি এবার শুনতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। মামলার আবেদনকারীরা সুপ্রিম কোর্টকেই এই মামলাগুলি শোনার আর্জি জানিয়েছিলেন। মামলার সমস্ত আবেদনকারীর নাম নথিভুক্ত করার জন্যও কেন্দ্রকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

তাই এবার সমলিঙ্গ বিবাহ নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল দেশের শীর্ষ আদালত। তা ছাড়া দেশের বিভিন্ন হাইকোর্টে জমে থাকা এই সংক্রান্ত যাবতীয় মামলা আগামী মার্চ মাসে শুনবে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমহা এবং বিচারপতি জেবি পারদিওয়ালার ডিভিশন বেঞ্চের নির্দেশ, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে আগামী ১৫ই ফেব্রুয়ারির মধ্যে মতামত জানাতে হবে।

দিল্লি হাইকোর্ট থেকে স্থানান্তরিত আবেদনগুলির মধ্যে এলজিবিটিকিউআইএ দম্পতিদের বিবাহ নিবন্ধনের জন্য অভিজিৎ আইয়ার মিত্র একটি হিন্দু বিবাহ আইনের অধীনে মামলা দায়ের করেছেন। তাতে যুক্তি দেওয়া হয়েছে যে হিন্দু বিবাহ আইনে ব্যবহৃত ভাষা লিঙ্গ-নিরপেক্ষ, তাই সমলিঙ্গের ক্ষেত্রে এটি স্পষ্টভাবে বিবাহ নিষিদ্ধ করে না।

দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মা এবং বিচারপতি সুব্রমনিয়াম প্রসাদের একটি ডিভিশন বেঞ্চ সোমবার আবেদনগুলি স্থানান্তর করেন সুপ্রিম কোর্টে। সংশ্লিষ্ট অফিসকে অবিলম্বে রেকর্ড স্থানান্তর করার নির্দেশও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এ বিষয়ে আবেদনকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট অরুন্ধতী কাটজু।