পশ্চিমবঙ্গ ডেস্কঃ গতবছর করোনা আবহে দেশজুড়ে লকডাউন জারি করেছিলেন দেশের প্রধানমন্ত্রী। তবে সেই লকডাউন এর মধ্য দিয়ে ভারতবাসীর মন জয় করে নিয়েছেন বলিউড তারকা সনু সুদ।
গরিব মানুষের কাছে ভগবানের রূপ নিয়ে তিনি যেন ভারতমাতা এর সেবা করেছেন সেই সময়। লকডাউন এর মধ্য দিয়ে গরিব মানুষদের পাশে সব সময় ছিলেন তিনি। যার সাহায্য প্রয়োজন হয়েছে তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন বলিউড তারকা। বাহির রাজ্যে কাজের উদ্দেশ্যে গিয়ে আটকে পরে থাকা হাজার হাজার শ্রমিকদের তিনি বাড়ি ফেরার জন্য বাসের ব্যবস্থা করে দিয়েছিলেন। তবে লকডাউন শেষ হয়ে গেলেও তার কাজ এখনো শেষ হয়নি।
তিনি গরিব মানুষের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন সর্বদাই। অসহায় ব্যক্তি অথবা আর্থিক সহায়তার প্রয়োজন সব দিকেই নজর রেখেছেন তিনি। পড়ুয়াদের পড়াশোনার সুযোগ সুবিধা করে দিচ্ছেন তিনি। এ যেন সাক্ষাৎ ভগবান সাধারণ মানুষদের জন্য।
ইতিমধ্যেই তিনি একটি শিশুর হার্টের চিকিৎসার সমস্ত খরচ নিজের কাঁধে তুলে নিলেন। আবারো তিনি প্রমাণ করে দিলেন সুখ-দুঃখে মানুষের পাশে তিনি সর্বদাই আছেন।
জানা গিয়েছে, ঝাঁসির নন্দপুরের বাসিন্দা ওই ছোট্ট শিশুটি। এক বছর বয়সী ওই ছোট্ট শিশুটির নাম আহমেদ । তাদের আর্থিক অবস্থা অতটাও ভালো নয়। প্রসঙ্গত নুন আনতে পান্তা ফুরায় বললেই চলে। শিশুর হার্টে একটি ছিদ্র রয়েছে যা চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। কিন্তু আর্থিক অনটনের কারণে আহমেদের চিকিৎসা করাতে পারছিল না তার পরিবার। সেই খবর পেয়ে বলি তারকা সনু সুদ সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলেন।
জানা গিয়েছে, হার্টের চিকিৎসা হবে মুম্বাইতেই। সেই জন্যই আহমেদের পরিবারকে মুম্বাইতে ডেকে নিয়েছেন বলি তারকা। সেখানেই তাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এমনকি গত ৪ ঠা এপ্রিল থেকেই আহমেদের চিকিৎসা শুরু হয়েছে।