dog kills, food poison, dog, dog die
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ  বিষ খাইয়ে কুকুর মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হুগলি জেলার চন্ডীতলায়। সরস্বতী পূজার খিচুড়ি প্রসাদ এর সঙ্গে বিষ মিশিয়ে ১৫ টি কুকুরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চন্ডীতলার মধ্যপাড়া ও পানপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরস্বতী পুজার খিচুড়ি প্রসাদ এর সঙ্গে বিষ মিশিয়ে কুকুরদের খাওয়ানো হয়েছে। সেই খিচুড়ি খেয়ে এখনো পর্যন্ত ১৫ টি কুকুর মারা গিয়েছে। শুধু এ বছরই নয় প্রতিবছরই ঘটে এমন ঘটনা জানিয়েছে স্থানীয় বাসিন্ধারা। তারা জানিয়েছে, যারা নির্মমভাবে অবলা প্রাণী গুলিকে বিষ খাইয়ে মেরেছে তাদের শাস্তি হোক।

প্রতিদিনের মতোই বুধবার কুকুরের ডাক শোনা যায়নি অনেকেই সেটা খেয়াল করেছেন। সকাল বেলায় উঠে দেখেন কুকুরগুলির মৃতদেহ আশে পাশে পড়ে আছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই কাজগুলি করেছে দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে সমাজের ক্ষতি করার উদ্দেশ্যে এলাকায় প্রবেশ করে দুষ্কৃতীরা। এলাকায় কুকুরের জন্য প্রবেশ করতে পারে না বা তাদের কাজ সম্পূর্ণ করতে পারে না। এইজন্যই খিচুড়ি প্রসাদ এর সঙ্গে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়েছে কুকুরগুলোকে। এখনো পর্যন্ত চন্ডীতলার মধ্যপাড়া ও পানপাড়া মিলিয়ে ১৫ টি কুকুর মারা গিয়েছে। এছাড়াও কয়েকটি বাচ্চা কুকুর চিকিৎসাধীন অবস্থাতে রয়েছে।

চন্ডীতলা ব্লক প্রাণিসম্পদ এর এক চিকিৎসক জানান, সকাল থেকে বেশ কয়েকটি কুকুর ছানার চিকিৎসা করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী খাবারে সঙ্গে বিষ মিশিয়ে এই কুকুরগুলোকে খাওয়ানো হয়েছে। এর ফলে মৃত্যু হয়েছে কুকুর গুলির এবং আরো কয়েকটি কুকুর অসুস্থ অবস্থায় রয়েছে। স্থানীয় পশু চিকিৎসক চিকিৎসা করছেন তাদের।

চন্ডীতলা পুলিশ সূত্রে খবর, এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দায়ের করা হলেই আমরা পদক্ষেপ নেব। তবে ঘটনাটা কিভাবে ঘটল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।