kolkata winter, weather, kolkata weather, today weather news, west bengal, আজকের আবহাওয়া, আবহাওয়া,
১০ বছরের রেকর্ড ভাঙল শনিবারের শীত, এক ধাক্কায় তাপমাত্রার পারদ কমলো ৪ ডিগ্রী

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বঙ্গে এখনো শীতের আগমন না ঘটলেও, শীতের পরশ বেশ অনুভব করছে বঙ্গবাসী। অন্যান্য দিনের তুলনায় আজ ভোরের দিকে ভালোই ঠান্ডা উপভোগ করেছে বাংলার মানুষ। ইতিমধ্যে বঙ্গে দাপট দেখাতে শুরু করেছে উত্তরে হাওয়া। তবে বঙ্গে এবার তেমন বৃষ্টির দেখা না মিললেও অক্টোবর মাসেই হাজির হেমন্তের শীত।

গত ১০ বছরের রেকর্ড ভাঙলো অক্টোবর মাসের শনিবারের শীত। ১০ বছর পর অক্টোবর মাসে এই প্রথম এত শীতের দেখা পাওয়া গেছে। প্রায় এক ধাক্কাতে শহরতলীর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস নেমেছে যাতে করে সপ্তাহের শেষে বেশ ঠান্ডা উপভোগ করছে বাঙালি। তবে শীত নিয়ে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ? আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গে এখনো শীতের আগমন ঘটেনি, শীত আসতে এখনো অনেক দেরি। তার মধ্যেই হেমন্তের ঠান্ডা পড়ে গিয়েছে চোদ্দ আনা।

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, অক্টোবর মাসে তাপমাত্রার পারদ ২০ ডিগ্রীর (১৯.৯) নিচে নেমেছিল ২০১২ সালে। ২০১২ সালের পর ২০২২ সালের অক্টোবরের শেষ শনিবার ফের ২০ নিচে নামলো তাপমাত্রার পারদ। এদিন তাপমাত্রার পারদ  ছিল ১৯.৬ ডিগ্রি। দশ বছর পর অক্টোবরের কলকাতার শীতলতম দিন আজ। সকালের দিকে শহরতলীর বিভিন্ন স্থানে দেখা মিলেছে ঘন কুয়াশা। আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী, আপাতত বৃষ্টির কোন পূর্বাভাস নেই দুই বঙ্গে। তবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আজকের (Today Kolkata) আবহাওয়াঃ

আজ শহরতলীর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৭ শতাংশ। গতকালের তুলনায় আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্র ১ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়াঃ

আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী, উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোন পূর্বাভাস নেই। পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। তবে ক্রমশ উত্তরে হাওয়ার দাপট বাড়বে বঙ্গে। কমবে দক্ষিণা বাতাসের প্রভাব। অক্টোবরের শেষ অর্থাৎ নভেম্বরের শুরুতেই আবহাওয়ার কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।