রিজেন্ট পার্ক গুলিকাণ্ড, tmc, সুজিত মল্লিক
শনি হয়ে দাঁড়ালো ফোনের নেটওয়ার্ক! রিজেন্ট পার্ক গুলিকাণ্ডে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার অভিযুক্ত | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ কলকাতার রিজেন্ট পার্কে গুলিকান্ডের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। অভিযুক্তের নাম সুজিত মল্লিক। গুলিকাণ্ডের ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কলকাতা পুলিশ।

জানা গিয়েছে, গতকাল শুক্রবার বাড়িতে বসে খাবার খাচ্ছিলেন দিলীপ চৌহান। খাবারের আসরে ছিল মাদকদ্রব্যও। রিজেন্ট পার্ক থানার নতুন পল্লী হরিতকী তলায় নিজের বাড়িতে বসেই খাওয়া দাওয়া করছিলেন দীলিপবাবু। সেই সময় হঠাৎই দীলিপবাবুর বাড়িতে উপস্থিত হন সুজিত মল্লিক। এরপর তিনি দীলিপবাবুকে গুলি মেরে পালিয়ে যান।

সুজিত মল্লিকের অভিযোগ, দিলীপ বাবু সুজিতের বাড়িতে গিয়েছিলেন এর আগে। সুরজিতের বাড়িতে গিয়ে তিনি তার স্ত্রীকে রঙ মাখিয়ে আসেন। এরপরই সুজিত দিলিপের বাড়িতে গিয়ে দীলিপ বাবুর উপর গুলি চালিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান। আজ শনিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফালতা এলাকা থেকে অভিযুক্ত সুজিত কে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল এই ঘটনার পর থেকেই লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং রিজেন্ট পার্ক থানার পুলিশ যৌথ অভিযানে নামে। পুলিশ তাদের তৎপরতায় ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করতে সফল হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, অভিযুক্তের মোবাইল নেটওয়ার্ক ট্রাক করে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। সুজিতের মোবাইল ফোনের নেটওয়ার্ক শেষ বারের জন্য পাওয়া গিয়েছিল জোকায়। যার ফলে তদন্তকারীরা বুঝে নিয়েছিলেন আসামি দক্ষিণ ২৪ পরগনার মধ্যে গা ঢাকা দিয়ে রয়েছে। তারপরই লালবাজারের গোয়েন্দা দমন শাখা এবং রিজেন্ট পার্ক থানার পুলিশ, দক্ষিণ ২৪ পরগনা জেলায় হানা দেয়। যৌথ অভিযানে নেমে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

কেন দীলিপবাবু কে খুন করলেন সুজিত মল্লিক? 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রং খেলার দিনে সুজিত মল্লিক এর বাড়িতে গিয়েছিলেন দীলিপবাবু এবং তার স্ত্রীকে রঙ মাখিয়ে এসেছিলেন পাশাপাশি কিছু বাজে মন্তব্যও করেছিলেন। এরপর হঠাৎ দুপুর বেলায় দীলিপ বাবুর বাড়িতে যান সুজিত মল্লিক। প্রতিবেশীরা জানিয়েছেন, দিলীপ চৌহানের বাড়িতে বসে তার জামাইবাবু এবং কয়েকজন মিলে খাবার-দাবার খাচ্ছিলেন। সঙ্গে ছিল ওয়ইস্কি। হঠাৎই সেই সময় সুজিত মল্লিক দিলিপ বাবুর বাড়িতে উপস্থিত হন এবং দিলিপ বাবুর উপর গুলি চালান।