SBI, করোনা রক্ষক পলিসি, করোনা ভাইরাস
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ চিকিৎসার ক্ষেত্রে মারাত্মক খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে সকলকে। এমত অবস্থায় করোনা মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে SBI নিয়ে আসলো কম টাকায় এক দুর্দান্ত পলিসি।

মাত্র ১৫৬ টাকায় করোনা রক্ষক পলিসি নিয়ে হাজির হল SBI। SBI এর করোনা রক্ষক পলিসি মূলত একটি স্বাস্থ্য বীমা প্রকল্প যোজনা। যারাই এই পলিসি এর ধারক হবেন তাদের কোনও রকম কোনও মেডিক্যাল টেস্ট হবেনা। এছাড়াও পাওয়া যাবে ১০০ শতাংশ অর্থাৎ ফুল কভারেজ।

আর এই পলিসির প্রধান নিয়ম হল যে, পলিসি হোল্ডারের নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর। SBI এর করোনা রক্ষক পলিসিতে নুন্যতম ১৫৬ টাকা থেকে শুরু করে সবচেয়ে বেশী ২,২৩০ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। এছাড়াও SBI এর করোনা রক্ষক পলিসি মোট ১০৫ দিন, ১৯৫ দিন এবং ২৮৫ দিনের।

এছাড়াও এই SBI এর করোনা রক্ষক পলিসির নুন্যতম কভারেজ হল ৫০ হাজার টাকা এবং সর্বাধিক কভারেজ হল এক লক্ষ টাকা। এবারে আসা যাক ৫০ হাজার টাকার কভারেজের কথায়। ৫০ হাজার টাকা কভারেজ পেতে গেলে দিতে হবে ১৫৭ টাকা। এটাই নুন্যতম পলিসি এবং কভারেজ।

এছাড়াও SBI এর করোনা রক্ষক পলিসির মূল বৈশিষ্ট্য হল যে, একটি মাত্র প্রিমিয়ামেই পুরো কভারেজ সম্পন্ন হবে। SBI এর করোনা রক্ষক পলিসি সম্পর্কে বিশদে জানতে মিসড কল দিতে হবে ০২২-২৭৫৯৯৯০৮ এই নম্বরে।