state bank of india, job, SBI Recruitment, sbi,
SBI Recruitment: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও অন্যান্য পদে কর্মী নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | ছবি - সংগৃহীত

SBI Recruitment: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে এলো সুখবর। একাধিক এডভাইজার ও ম্যানেজার পদে নিয়োগ করতে চলেছে এসবিআই (SBI)। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল পেজে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এই সুখবর।

এসবিআই-এর তরফ থেকে চারটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে গুলি হল, CRPD/SCO/CDBA/2021-22/11, CRPD/SCO/2021-22/12, CRPD/SCO/ENG/2021-22/13, CRPD/SCO/2021-22/14 । এই চারটে বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যাংকের বিভিন্ন পদে বিভিন্ন রকম পদ খালি রয়েছে।

বিজ্ঞাপন অনুযায়ী এসবিআই (SBI) ব্যাংক-এ ডেপুটি ম্যানেজার, রিলেশনশিপ ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সার্কেল ডিফেন্স বাঙ্কিং এডভাইজার পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে মোট ৬৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিন্মে তার তালিকা দেওয়া হল-

১. ১০ টি শূন্য পদ রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজার বিভাগে।
২. ২ টি শূন্য পদ রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিলেশনশিপ ম্যানেজার বিভাগে।
৩. ২ টি শূন্যপদ রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রোডাক্ট ম্যানেজার বিভাগে।
৪. সবচেয়ে বেশি অর্থাৎ ৫০ টি শুন্য পদ রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিভাগে।
৫. ১ টি শূন্য পদ রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সার্কেল ডিফেন্স বাঙ্কিং এডভাইজার বিভাগে।

আরও পড়ুনঃ আগামীকাল রাজ্যজুড়ে ২৪ ঘন্টার পেট্রল পাম্প ধর্মঘট, বন্ধ থাকবে প্রায় ২৪০০ পেট্রোল পাম্প

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী (SBI Recruitment) নিয়োগ চলছে। তবে উপরের দেওয়া শূন্য পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীদের যোগ্যতার মানদন্ড কি নির্ধারিত করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

১. এসবিআই-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ার/সিভিল/ইলেকট্রিক্যাল) পদে আবেদন করার জন্য আবেদনকারীকে সরকার দ্বারা স্বীকৃত যেকোনো সিভিল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬০ শতাংশ নাম্বার পেয়ে স্নাতক স্তরে পাশ করতে হবে। তবেই আবেদন করা যাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে।

২. এসবিআই-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অর্থাৎ মার্কেটিং এন্ড কমিউনিকেশন পদে আবেদন করার জন্য আবেদনকারীকে মার্কেটিং নিয়ে এমবিএ (MBA) অথবা তার সমতুল্য মার্কেটিং এর যেকোন কোর্স করতে হবে। ৬০ শতাংশ নাম্বার পেয়ে স্নাতক স্তরে পাশ করতে হবে সেটিও সরকার দ্বারা স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে।

৩. এসবিআই-এর সার্কেল ডিফেন্স ব্যাংকিং এডভাইজার পদে আবেদন করার জন্য আবেদনকারীকে ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার বা মেজর জেনারেল হতে হবে। তবেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সার্কেল ডিফেন্স বাঙ্কিং এডভাইজার পদে আবেদন করতে পারবেন।

জানিয়ে রাখি, এই পদগুলিতে নিয়োগ শুরু হয়ে গিয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই। তবে এখনো পর্যন্ত আবেদন করার সময়সীমা রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন। ২ রা সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে চাইলে অতিসত্বর অনলাইনে আবেদন করে ফেলুন।