জঙ্গী হামলা, জঙ্গী হামলার ছক, জঙ্গী নাশকতা, রেল
জিআরপি চেকিং | প্রতীকী ছবি

পশ্চিমবঙ্গ ডেস্কঃ- 26 শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এর আগে বাংলায় জারি করা হলো হাই এলার্ট। বাংলার পাঁচটি রেলস্টেশন কে টার্গেট করে হামলা চালাতে পারে বাংলাদেশে জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদ্দিন। যে পাঁচটি রেলস্টেশনকে আশঙ্কার তালিকায় আনা হয়েছে সেগুলি হল নিউ ফারাক্কা, মালদাহ, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ এবং জঙ্গিপুর। ইতিমধ্যেই এই স্টেশন গুলি এবং তার সংলগ্ন এলাকায় শুরু করা হয়েছে চিরুনি তল্লাশি।

সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে মালদা ডিভিশন এর পাঁচটি স্টেশনে বড়োসড়ো সন্ত্রাসবাদি হামলা চালাতে পারে জামাতুল মুজাহিদ্দিন। এই খবর গোয়েন্দাদের কাছে পৌঁছানোর সাথে সাথেই জানিয়ে দেওয়া হয় রেলের আধিকারিকদের। খবর পাওয়া মাত্রই তৎপরতার সাথে কাজ শুরু করেছে জিআরপি এবং আরপিএফ।

শুধুমাত্র স্টেশন নয়, স্টেশনগুলির সংলগ্ন এলাকায় শুরু করা হয়েছে তল্লাশি। ইতিমধ্যেই ওই স্থানে পৌঁছে গিয়েছে ক্রাইম ব্রাঞ্চ। ওই স্টেশনগুলি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা শুরু করেছে ক্রাইম ব্রাঞ্চ। স্টেশন সংলগ্ন এলাকায় কড়া নাকা চেকিংয়ের ব্যবস্থা করেছে ক্রাইম ব্রাঞ্চ।

রবিবার সকাল থেকে দফায় দফায় স্টেশন চত্বরে চালানো হয় চেকিং। রিজার্ভেশন ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। জিআরপি এবং আরপিএফ এর যৌথ উদ্যোগে আশা যাত্রীদের ব্যাগ চেক করা হচ্ছে। যাত্রীদের তরফ থেকে জানা যাচ্ছে যে আরপিএফ এবং জিআরপি এর তৎপরতায় খুশি তারা।