পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- রাজ্যে প্রায় এক বছর পর খুলতে চলেছে স্কুল। করোনা মহামারীর দৌলতে প্রায় ১০ মাসের বেশি সময় ধরে স্কুলমুখী হওয়ার সুযোগ পায়নি ছাত্র-ছাত্রীরা। তবে এবার নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খোলার কথা ভাবছে রাজ্য।
চলতি ফেব্রুয়ারি মাসের 12 তারিখ নাগাদ স্কুল খোলার ব্যাপারে আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সামনেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য স্কুল খুললে চলতে পারে স্পেশাল ক্লাস।
গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন “আগামী 12 ফেব্রুয়ারি শুক্রবার থেকে ধাপে ধাপে রাজ্যের স্কুলগুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত স্কুল খোলা হবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য। প্রত্যেকে অভিভাবকের সম্মতি নিয়ে স্কুলে আসতে হবে এবং করোনা মহামারীর চলাকালীন সমস্ত রকম নিয়ম মেনে ক্লাস করাতে হবে।”
করোনার ভ্যাকসিন আসার পর থেকে বিভিন্ন রাজ্যের ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে স্কুল। অন্ধ্রপ্রদেশের শুরু হয়েছে পঞ্চম শ্রেণির ক্লাস, হরিয়ানাতে শুরু হয়েছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ক্লাস, তেলেঙ্গানা এখনো পর্যন্ত শুরু হয়ে গিয়েছে কলেজ এবং হিমাচল প্রদেশের অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চালু করা হয়েছে।
পশ্চিমবঙ্গের স্কুল খোলার ভাবনা সামনে আসলেও এখনো পর্যন্ত কবে কলেজ খুলবে তা নিয়ে কোনো আভাস পাওয়া যায়নি। গতকাল শিক্ষামন্ত্রী কলেজের সম্বন্ধে বলেন “বুধবার দুপুর বারোটায় বিকাশ ভবনে বিশ্ববিদ্যালয় গুলির উপাচার্যের সঙ্গে বৈঠক করা হবে। সেখানে আলোচনা করে দেখা হবে কবে থেকে কলেজ শুরু করা যাবে।”