west bengal school reopen, খুলতে চলেছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি
Schools Reopening: আজ থেকে রাজ্যে ফের খুলতে চলেছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- পড়ুয়াদের জন্য আজ থেকে রাজ্যে খুলে যেতে চলেছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের দরজা। আপাতত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা আজ থেকে স্কুলে যেতে পারবে। এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।

প্রসঙ্গত, এ বছরের শুরুতেই করোনা ভাইরাস ভ্যারিয়্যান্ট ওমিক্রন এর প্রভাবে রাজ্যে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বন্ধ রাখা হয় রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান গুলি। তবে রাজ্যে দৈনিক করোনা সংক্রমনের প্রভাব ধীরে ধীরে হ্রাস পাওয়ায় গত ৩১ শে জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার অনুমতি দেয় রাজ্য সরকার।

রাজ্য সরকারের তরফ থেকে এই নির্দেশ পাওয়ার পর থেকেই স্কুল খোলার জন্য তৎপরতা দেখা গিয়েছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রায় সমস্ত স্থানেই। সমস্ত স্কুলের শুরু হয়ে গিয়েছে স্যানিটাইজেশন প্রক্রিয়া। এরই মধ্যে আগামী শনিবার মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো অনুষ্ঠিত হতে চলেছে। রাজ্যজুড়ে অনেক স্কুল তৈরি হচ্ছে সরস্বতী পুজোর জন্যও।

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের দাপট বাড়ার পর থেকেই গত দু’বছর ধরে অনিয়মিত হয়ে চলেছে পড়েছিল রাজ্যের সমস্ত স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি। গত দু’বছর ধরে বহু স্কুল পরিণত হয়েছিল কোয়ারেন্টাইন সেন্টারে। তবে প্রায় ২২ মাস পরে সমস্ত কোভিড বিধি মেনে আজ থেকে রাজ্যে খুলতে চলেছে স্কুল-কলেজ গুলি। ইতিমধ্যেই এই নিয়ে খুশির হওয়া শিক্ষা মহলে।

শিক্ষক-শিক্ষিকাদের মতে, অনলাইনে এতদিন ক্লাস হলেও সামনে থেকে ছাত্র-ছাত্রীদের পড়ানো এবং তাদের ওপর নজর দেওয়াটা অনেক বেশি জরুরী। এছাড়া অনেক শিক্ষার্থীর কাছে অনলাইনে শিক্ষালাভ করার উপযুক্ত সরঞ্জাম এবং ইন্টারনেট পরিষেবা থাকে না, সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য স্কুল খোলা অনেক বেশি জরুরী ছিল বলেই মনে করছেন শিক্ষক-শিক্ষিকারা।

তবে এখনো সমস্ত ক্লাসের জন্য অনুমতি না পেলেও ধীরে ধীরে স্কুলগুলিতে আগের মত নিয়মিত ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে বলেই আন্দাজ করা যাচ্ছে।