education, news, india news, west bengal, west bengal education, রাজ্যে এবার স্কুল খোলার দাবিতে ডেপুটেশান জমা দিল বিকাশ ভবনে
ছবিঃ সংগৃহীত

ওয়েব ডেস্কঃ রাজধানী দিল্লিতে ১১ মাস পর খুলে দেওয়া হলো স্কুল। কিন্তু রাজ্যে স্কুল খোলার জন্য এখনও রাজ্য সরকার কোনও অনুমতি দেয়নি। রাজ্যে স্কুল খোলার দাবিতে শিক্ষক ও শিক্ষাকর্মী ঐক্যমঞ্চ হয়ে বিকাশ ভবনে জমা দিলেন ডেপুটেশন।

রাজ্যে স্কুল খোলার দাবিতে জমা দেওয়া হল ডেপুটেশন, বিকাশ ভবনে। শিক্ষক ও শিক্ষা কর্মীদের দাবি রাজ্য সরকারের কাছে, যে কোভিড-১৯ গাইডলাইন মেনে স্কুল গুলি যেন খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। তারা জানিয়েছেন, করোনা ভাইরাস এর জেরে দেশজুড়ে সমস্ত স্কুল-কলেজ বন্ধ আছে। দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের পঠন পাঠনে ক্ষতি হচ্ছে। রাজধানী দিল্লিতে ছাত্র-ছাত্রীদের কথা ভেবে দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু করেছে। রাজ্যে এমনটাই করা হোক।

গতকাল বুধবার এই দাবীতে রাজ্যে বিকাশ ভবনে ডেপুটেশন জমা দিলেন তারা। শিক্ষক ও শিক্ষাকর্মীদের দাবি, কোভিড-১৯ এর গাইডলাইন তৈরি করে উচ্চ শ্রেণীর ক্লাস গুলি চালু করা হোক। যেখানে হাট-বাজার অফিস-আদালত শপিংমল সিনেমাহল পার্ক সহ সবকিছুই যখন খুলে দেওয়া হয়েছে তাহলে বিদ্যালয় গুলি কি অপরাধ করল। সব জায়গা গুলি যেমন কোভিড নিয়ম শৃঙ্খলা মেনেই চালু করা হয়েছে। তেমনি চালু করা হোক বিদ্যালয় গুলি।

১১ মাস স্কুল বন্ধ থাকায় শিক্ষক শিক্ষিকারাও অসুবিধায় পড়েছে। বুধবার ডেপুটেশন জমা দেওয়ার সাথে সাথে স্কুল খোলার দাবিতে প্রশ্ন করেন শিক্ষকরা। সমস্ত স্থান কোভিড প্রটোকল মেনেই খুলে দেওয়া হয়েছে। কিন্তু স্কুল গুলি কেন খোলা হয়নি? যদিও এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।