corona virus, 2DG, covid medicine, DRDO's 2DG anti-covid drug
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ ক্লিনিক্যাল ট্রায়ালের পর ডিআরডিও তৈরি অ্যান্টি কোভিড ঔষধ ছাড়পত্র পেয়েছে। এবার বাজারেও মিলবে ডিআরডিও তৈরি এই কোভিড ঔষধ। তবে বাজারে আসার আগেই ঔষধ এর দাম নির্ধারিত করল কেন্দ্র সরকার। গতকাল শুক্রবার কেন্দ্র সরকার ডিআরডিও-র তৈরি ওষুধের দাম নিরধারিত করেছে এবং একেবারেই সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রেখেছে।

২ডিজি (2DG) ঔষধের প্রতিটি পাউচ কেন্দ্র সরকারের নির্ধারিত মূল্য অনুযায়ী বাজারে মিলবে ৯৯০ টাকায়। তবে সরকারি হাসপাতাল গুলির জন্য বিশেষ ছাড় দিয়েই এই ঔষধ সরবরাহ করা হবে বলে জানিয়েছে কেন্দ্র সরকার।

করোনা হানায় গোটা দেশ জর্জরিত। এর মধ্য দিয়েই দেশের বিভিন্ন রাজ্যে অক্সিজেন ও বেডের সংকট দেখা দিয়েছিল। হাসপাতালের সামনে লাইন লেগে গিয়েছিল করোনা আক্রান্ত রোগীদের। এমন কঠিন পরিস্থিতিতে করোনা মোকাবিলায় ডিআরডিও সংস্থাকে এই ২ডিজি এন্টি কোভিড-১৯ ঔষধ এর অনুমোদন দেয় কেন্দ্র সরকার। এই ওষুধটি মাঝারি ও গুরুতর লক্ষ্য যুক্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করার কথা বলা হয়েছে।

ডক্টর রেড্ডি ল্যাবরেটরী ও ডিআরডিও (DRDO) সংস্থার যৌথ উদ্যোগে তৈরি এই ওষুধটির নামকরণ করা হয়েছে ২ডিজি (ডিঅক্সি ডিগ্লুকোজ)। ২ ডিজি ঔষধ অনেকটাই গ্লুকোজ এর মত। বাজারে এটি পাউডার হিসেবেই মিলবে। এই ঔষধটি জলে গুলে খেতে হবে। ডিআরডিও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঔষধটি করোনা আক্রান্ত রোগীদের দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করবে। তার পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদের দেহে অক্সিজেনের পরিমাণ বাড়াতে সক্ষম হবে এই ঔষধ।

গত বৃহস্পতিবার অ্যান্টি কোভিড ড্রাগ ২ডিজি-এর দ্বিতীয় ব্যাচ বাজারে প্রকাশ করা হয়েছে। ২৬ শে মে, ডিআরডিও সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, আগামীকাল অর্থাৎ ২৭ শে মে (গত শুক্রবার) রেড্ডির ল্যাব ২ডিজি ঔষধের ১০,০০০ পাউচ এর দ্বিতীয় ব্যাচটি বাজারে সরবরাহ করা হবে।

২ডিজি এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালেও খুব ভালো রেজাল্ট এসেছে। জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত রোগীদের ওপর এই ঔষধ এর ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়। এই ঔষধটি ট্রায়াল হিসাবে ব্যবহার করা হয় করোনা আক্রান্ত রোগীদের ওপর। তবে এই ২ডিজি ঔষধটি ব্যবহার করায় খুব দ্রুত তারা সুস্থ হয়ে উঠেছেন এবং রোগীদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। ক্লিনিক্যাল ট্রায়ালের পরে বাজারে সরবরাহ করার জন্য ছাড়পত্র মিলেছে ডিআরডিও সংস্থার।