মাধ্যমিক পরীক্ষা, madhyamik, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক,
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ মহামারী করোনা পরিস্থিতির জেরেই বাতিল করা হল চলতি বছরের মাধ্যমিক (madhyamik) ও উচ্চ মাধ্যমিক (uccha madhyamik) পরীক্ষা। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নবান্ন থেকে একটি সাংবাদিক বৈঠক এ পরীক্ষা বাতিল করার ঘোষণা করলেন।

সম্প্রতি, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতির মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন। তবে আজ সোমবার রাজ্যের করোনা পরিস্থিতির জেরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

করোনা পরিস্থিতির মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে কিনা সে বিষয়ে মতামত জানতে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। ওই বিশেষজ্ঞ কমিটির যে বিষয়গুলি খতিয়ে দেখতে বলা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। সেগুলি হল, কোভিড পরিস্থিতির মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সঠিক হবে কিনা এছাড়া করোনা পরিস্থিতির মধ্য দিয়ে পরীক্ষা হয় তাহলে কি পদক্ষেপ নেওয়া উচিত।

অন্যদিকে ওই বিশেষজ্ঞ কমিটিকে জানানো হয়েছিল, যদি করোনা পরিস্থিতির মধ্য দিয়ে পরীক্ষা বাতিল হয়। তাহলে মূল্যায়ন কিভাবে হবে? রাজ্য সরকারের ওই বিশেষজ্ঞ কমিটির পক্ষ থেকে মতামত জানানোর কথা ছিল আজ। বিশেষজ্ঞ কমিটি করোনা পরিস্থিতির মধ্য দিয়ে পরীক্ষা নেওয়ার বিষয়ে যে রিপোর্ট তৈরি করেছেন। সেই রিপোর্ট অনুযায়ী করোনা পরিস্থিতির মধ্য দিয়ে পরীক্ষা নেওয়া ঝুঁকিপূর্ণ বলেই জানিয়েছেন তারা।

বিশেষজ্ঞ কমিটির মতামতের ভিত্তিতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করার ঘোষণা করলেন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, “করোনা পরিস্থিতির মধ্য দিয়ে পরীক্ষা বাতিল করার উদ্দেশ্যে ৩৪ হাজার ই-মেইল পেয়েছে রাজ্য সরকার। যার পরিপ্রেক্ষিতেই, এই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কিভাবে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। তা আগামী সাত দিনের মধ্যেই জানানো হবে।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের মত অনুযায়ী, “জনমতকে গুরুত্ব দিয়েই বাতিল করা হয়েছে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা। করোনা পরিস্থিতির মধ্য দিয়ে পড়ুয়াদের কোনোরকম অসুবিধা যেন না হয়।” সেদিকেও নজর রাখার বিশেষ ঘোষণা করেছেন তিনি। এছাড়াও তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের প্রায় ৮৩ শতাংশ মানুষ করোনা পরিস্থিতির মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা না নেওয়ার পক্ষে ই-মেইল পাঠিয়েছে। রাজ্যবাসীর কথাই মেনেই ঘোষণা রাজ্য সরকারের।