করোনা ভাইরাস, মহারাষ্ট্র, মাধ্যমিক পরীক্ষা, উচ্চমাধ্যমিক পরীক্ষা
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ আবারও হু হু করে সারা বিশ্ব জুড়ে বাড়ছে করোনা ভাইরাসের দৌরাত্ম। সারা বিশ্বের বিভিন্ন সাথে আবারও ঘোষণা হয়েছে লকডাউনের। সেক্ষেত্রে একেবারে পিছিয়ে নেই ভারত। ভারতে করোনা পরিস্থিতি ক্রমেই অস্বাভাবিক হয়ে উঠেছে।

ভারতের বিভিন্ন রাজ্যে করোনা ভাইরাসের দাপট বাড়লেও কিছু কিছু রাজ্যে এই ভাইরাসের বাড়াবাড়ি মারাত্মক আকার নিয়েছে। করোনা অতিমারির দ্বিতীয় ঢেউ একেবারে সকলকে নাস্তানাবুদ করে দিয়েছে। ভারতে দিল্লী, পাঞ্জাব এবং মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি একেবারে নাগালের বাইরে চলে গিয়েছে।

এই সব রাজ্যগুলির মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। মহারাষ্ট্রে করোনা সংক্রমণের হার অন্যান্য সমস্ত রাজ্যের থেকে সবচেয়ে বেশী। ইতিমধ্যে করোনা মোকাবিলায় প্রথমে আংশিক লকডাউন মহারাষ্ট্র সরকার ঘোষণা করলেও পরে ১৪ দিনের পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করে উদ্ভব ঠাকরে সরকার।

অন্যদিকে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসা শিক্ষা ব্যাবস্থায় আবারও বড় ধরণের নিষেধাজ্ঞা জারি হয়ে যায়। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ জারি করে মহারাষ্ট্র সরকার। এমত অবস্থায় স্বাভাবিক ভাবেই পিছিয়ে যায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

মহারাষ্ট্রে এর আগে মাধ্যমিক পরীক্ষা শুরু হবার কথা ছিল ২৯ শে এপ্রিল এবং শেষ হবার কথা ছিল ২০ শে মে। এবং এর সাথেই প্র্যাকটিক্যাল এবং ওরাল পরীক্ষা হবার কথা ছিল ১২ ই এপ্রিল। এরই সাথে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবার কথা ছিল ২৩ শে এপ্রিল এবং শেষ হবার কথা ছিল ২১ শে মে। এছাড়াও উচ্চ মাধ্যমিকের মৌখিক পরীক্ষা হবার কথা ছিল ৫ ই এপ্রিল থেকে ২২ শে এপ্রিল পর্যন্ত। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতির ওপর নজর রেখে সমস্ত পরীক্ষার ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছে।