করোনা ভাইরস, লক ডাউন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক,
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনা অতিমারির দ্বিতীয় ঢেউ এর জেরে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। তার মধ্যে করোনার চেন ভাঙতে আগামী ৩০ শে মে অবধি রাজ্য জুড়ে লক ডাউন ঘোষণা করা হয়েছে। জরুরী পরিষেবা ছাড়া বন্ধ সমস্ত কিছু। তারই মধ্যে বন্ধ হয়ে গেলো এই বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

শনিবার বিকেলে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে, আপাতত জুনে বন্ধ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এর আগে রাজ্য সরকারের তরফে বলা হয়েছিল যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয় সঠিক ভাবে জানাবে শিক্ষা দফতর।

তবে এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় কুড়ি লক্ষ। এই কুড়ি লক্ষ পরীক্ষার্থীর উৎকণ্ঠার কথা চিন্তা করেই আজই বিকেলে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ১ লা জুন থেকে হবে না।

যেহেতু ৩০ মে পর্যন্ত রাজ্যে সম্পূর্ণ লক ডাউন ডাকা হয়েছে সেহেতু ১ লা জুন থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কিছুতেই শুরু করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ। ৩০ মে পর্যন্ত বন্ধ লোকাল ট্রেন এবং বাস। বন্ধ সমস্ত গণ পরিবহণ। ফলে কিছুতেই ১ লা জুন থেকে সারা রাজ্যের এতো হাজার সেন্টারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিছুতেই সম্পন্ন করা সম্ভব নয়।

মধ্য শিক্ষা পর্ষদ আগেই পরীক্ষা পিছনোর কথা বললেও শেষ সিদ্ধান্ত রাজ্য সরকারের নেওয়ার কথা ছিল। সুতরাং আজই ১ লা জুন থেকে শুরু হওয়া মাধ্যমিক এবং ১৫ ই জুন থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ নির্ধারণ করে দিল রাজ্য সরকার। পরবর্তী পরীক্ষার তারিখ সঠিক সময় জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।