মধ্যশিক্ষা পর্ষদ, মাধ্যমিক, করোনা ভাইরাস
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সারা দেশের মত পশ্চিমবঙ্গেও করোনার প্রকোপ প্রায় দাবানলের মত ছড়িয়ে পড়েছে। একে একে বন্ধ হয়ে গেছে রাজ্যের সমস্ত দ্রষ্টব্য স্থান, শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল হয়ে গেছে একের পর এক পরীক্ষা।

যদিও ইতিমধ্যে সরকারি কর্মচারীদের পঞ্চাশ শতাংশ নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছে সরকার এবং বেসরকারি কর্মচারীদের ওয়ার্ক ফ্রম হোম করার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও ইতিমধ্যে আইসিএসসি এবং সিবিএসসি বোর্ড এর মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দিয়েছে।

আবারও গত মঙ্গলবার থেকে অনির্দিষ্ট কালের জন্য স্কুল বন্ধের কথা জানানো হয়েছে। কিন্তু সমস্যা হয়েছে মাধ্যমিক পরীক্ষা নিয়ে। মাধ্যমিক পরীক্ষা অনলাইন হবে না অফলাইন তাই নিয়ে বর্তমানে ধোঁয়াশা শুরু হয়েছে  শিক্ষামহল জুড়ে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কোনো নতুন বিজ্ঞপ্তি না জারি হলেও করোনা ভাইরাস এর নতুন দাপটে পিছিয়ে যেতে পারে পরীক্ষা।

রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা কিভাবে হবে সেই বিষয় কোনও বিবৃতি দেওয়া হয়নি। মূলত চলতি বছরে ১ লা জুন থেকে ১০ ই জুন অবধি মাধ্যমিক পরীক্ষা হবার কথা ছিল। তবে প্রথমে করোনা ভাইরাসের এত বাড়াবাড়ি না থাকায় শুধুমাত্র করোনা নিয়ম মেনে পরীক্ষা হবার কথা ছিল।

কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের বাড়াবাড়ির জন্য এই মুহূর্তে সঠিক ভাবে কিছু বলা যাচ্ছে না। কিন্তু যেহেতু মাধ্যমিক পরীক্ষা সঠিক ভাবে সম্পন্ন করতে হবে সেই জন্য মধ্যশিক্ষা পর্ষদ প্রথম থেকেই প্রস্তুতি সেরে রাখছে। এর আগে নিয়ম ছিল যে, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ২০০ থেকে ২৫০ পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে এবং ব্যবহার করতে হবে মাস্ক, সয়ানিটাইজার। কিন্তু করোনার বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা আদৌ হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় আছে।