argentina, lionel messi, qatar world cup, world cup trophy, লিওনেল মেসি
মেসির হাতে বিশ্বকাপটি নাকি নকল ছিল ! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই বিতর্কে ফুটবল বিশ্ব | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ– প্রায় ১৮ বছরের স্বপ্ন পূরণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। দেশে ফিরিয়ে প্রায় দুই সপ্তাহেরও বেশি ছুটি কাটিয়ে এখন ইতিমধ্যেই পিএসসিতে ফিরে গেছেন তিনি। তবে ফাইনালের পর প্রায় এক মাস হতে না হতেই প্রকাশ্যে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। বিশ্বকাপ ট্রফি জিতে মেসি যেই ছবিটা সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন যেটি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল, তবে সেই ট্রফিটি ছিল নকল। এক আর্জেন্টাইন ভাস্কর সেটি তৈরি করেছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতে শুরু হয়েছে বিতর্ক।

এই চাঞ্চল্যকর তত্ত্বটি প্রকাশ্যে এনেছেন আর্জেন্টাইন সংবাদপত্র ‘ক্লারিন’। এই বছরের বিশ্বকাপ জিতে বিশ্বকাপ হাতে তুলে সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা, যা সাড়ে সাত কোটির বেশি মানুষ লাইক করেছে এবং এখনো পর্যন্ত লাইকের বিচারে সেটি সবথেকে বেশি জনপ্রিয়। কিন্তু এখন জানা যাচ্ছে সেই ছবিতে মেসির হাতে ধরা ট্রফিটি আসল নয়। কেন হলো এমন ঘটনা ?

সংবাদপত্র ক্লারিন জানিয়েছে, এক আর্জেন্টাইন সমর্থক পাওলা জুজুলিচ বানিয়েছেন ওই নকল ট্রফি। জুজুলিচ বলেছেন, “বিশ্বকাপের আগে যারা ট্রফি তৈরি করেন তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমি। ছয় মাসের বেশি সময় লেগেছে বানাতে ট্রফি। খুব ইচ্ছে ছিল ওই ট্রফিতে আর্জেন্টিনার সমস্ত ফুটবলারদের সই নেব। তিনবার মাঠের ফুটবলারদের হাতে ট্রফি দিয়েছি। লিসান্দ্রো পারেদেস এবং তার পরিবার প্রথমে সেটি পায় এবং পারেদেস তাতে সই করে দেয়।

argentina, lionel messi, qatar world cup, world cup trophy, লিওনেল মেসি
মেসির হাতে বিশ্বকাপটি নাকি নকল ছিল ! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই বিতর্কে ফুটবল বিশ্ব

যখন ট্রফিটি দ্বিতীয়বারের জন্য চাওয়া হয় সেটি মাঠে ৪৫ মিনিট ঘুরে বেড়াচ্ছিল। এক হাত থেকে আরেক হাতে যাচ্ছিল। আর্জেন্টিনার প্রত্যেক খেলোয়াড়ই একবার করে সেটিকে তুলে দেখাচ্ছে এবং প্রত্যেক ফুটবলারেরা সই করেছিল। তখন আমাকে অন্য সমর্থকরা জানায়, তুমি হয়তো ট্রফিটি হারিয়ে ফেলবে। কিন্তু আমি কাপটি ফিরে পেতে চেয়েছিলাম। সেই মুহূর্তে এক ফুটবলারকে আমি চেচিয়ে বললাম লিয়েন্দ্রো পারেদেসের হাতে যে কাপটি নিয়ে রয়েছে সেটা আমার। পরে লাউতারো মার্টিনেজ এসে কাপটি আমাকে ফিরিয়ে দিয়ে যান।

ঘটনাস্থলে ওই পরিস্থিতির মধ্যে নকল ট্রফিটি যায় মেসির হাতেও। যখন তাদের সতীর্থেরা তাকে কাঁধে তুলে নিয়ে নাচানাচি করছিল। তখন মেসির হাতে ছিল সেই ট্রফিটি এবং সোনার আসল ট্রফিটি ছিল অন্য কোন ফুটবলারের হাতে। প্রথমে ভুল ধরতে পারেন আনহেল দি মারিয়া। নিরাপত্তা কর্মীরা তাকে জানান তিনি যে ট্রফিটি ধরে আছেন সেটি হল আসল ট্রফি। তিনি যেন সেই ট্রফিটি কাউকে না দিয়ে দেন। পরে মেসিকে তিনি এই কথাটি জানান।

উল্লেখ্য, ফুটবলারদের উচ্ছ্বাসের সময় একমাত্র আসল ট্রফিটি তাদের হাতে তুলে দেয়া হয়। উচ্ছাস শেষ হয়ে গেলে সেই ট্রফিটি ফেরত নিয়ে তুলে দেয়া হয় একটি রেপ্লিকা। সেই রেপ্লিকা নিয়েই দেশে ফিরে যান মেসিরা । এবং ফিফার আসল ট্রফিটি কড়া নিরাপত্তার মধ্যে রেখে দেয়া হয় ফিফা মিউজিয়ামে।