mamata banerjee, trinamool congress, tmc, bardwan, মমতা ব্যানার্জি
বর্ধমানে মুখ্যমন্ত্রীর চাঞ্চল্যকর বক্তব্য, বাংলায় নিয়োগ হবে আইন মেনে | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জামানায় নিয়োগ দুর্নীতিতে বাংলার নাম সবার আগে। এই নিয়ে প্রতিদিন খবরের কাগজ থেকে টিভি সব জায়গাই সরগরম। কিন্তু মাননীয়া মুখ্যমন্ত্রী সমস্ত অভিযোগ খারিজ করেছেন। সমস্ত দায়ভার তিনি চাপিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর। মুখ্যমন্ত্রীর বক্তব্য, নিজেরা চাকরি দিচ্ছে না, আর আমরা দিলেই তখন আদালতে অভিযোগ জানানো হচ্ছে।

প্রায় এক বছর ধরে যখন বাংলার রাজনীতি নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম, ঠিক তখনই বর্ধমানে এক কর্মসূচিতে অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী সমস্ত দায়ভার চাপিয়ে দিলেন বিরোধীদের ওপর। সভায় নিয়োগ দুর্নীতি নিয়ে কায়দা করে প্রশ্ন তোলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তার বক্তব্য বিরোধীরাই চাকরি নিয়ে বারবার আদালতের দ্বারস্থ হচ্ছে। বৃহস্পতিবার বর্ধমানে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন,আদালতকে তিনি সম্মান করেন এবং আদালতের রায়ের উপরে তার আস্থা আছে।

কর্মসূচিতে বক্তৃতা দেওয়ার সময় বিরোধীদের বিরুদ্ধে সমস্ত রকম ক্ষোভ উগরে দেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে, বিরোধীরাই চাকরিপ্রার্থীদের চাকরি করতে দিতে চান না। বিরোধী রাজনৈতিক দলগুলোর এই প্রচেষ্টা কখনোই সফল হতে দেবেন না বলে তিনি হুঁশিয়ারি জানান। আইন মেনে বাংলার মানুষকে চাকরি দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। এই দিন সভায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতেও ছাড়েননি তিনি।

বুধবার সংসদে আগামী অর্থবর্ষের জন্য বাজেট পেশ করা হয়েছিল, সেই নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন প্রতিবছর বাজেটে বেকারদের কথা কোনোভাবেই ভাবা হয় না, প্রতিশ্রুতি থাকলেও তার কোন সমাধান হয় না বলেই তিনি জানিয়েছেন। বাংলার মানুষের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন যে চাকরির জন্য আর বাইরে যেতে হবে না। পশ্চিমবঙ্গে থেকেই চাকরি পাবেন বাংলা ছেলে মেয়েরা। এর জন্য ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

কেন্দ্রীয় সরকার তথা বিজেপির উদ্দেশ্য তিনি বলেছেন, চিরকাল মানুষকে বোকা বানিয়ে রাখা সম্ভব নয়। ক্ষমতা থাকলে লড়ে দেখাতে হবে। মুখ্যমন্ত্রী সেদিন কর্মসূচিতে আরো বলেন যে, গরিব মানুষ যখন এক মুঠো খেতে পান না তখন তার মুখ দিয়েও ভাত নামে না। তাই তিনি সবসময়ই বাংলার মানুষের পাশে আছেন এবং সাথে আছেন।