মিঠুন চক্রবর্তী, বিধানসভা ভোট,
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা ভোট। সেই বিধানসভা ভোটে শাসক দল অর্থাৎ তৃণমূল এবং বিরোধী পক্ষ বিজেপি এর সংঘাত দিন দিন অন্য মাত্রা নিচ্ছে। তাছাড়া মহাতারকা মিঠুন চক্রবর্তী তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে চমকে দিয়েছেন রাজ্য রাজনৈতিক মহলে। বিজেপির হয়ে ভোটে না দাঁড়ালেও, তুমুল প্রচারে ব্যস্ত মিঠুন চক্রবর্তী।

গতকাল রায়গঞ্জে রোড শো করতে গিয়ে হঠাৎ ই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় কোলকাতায়। রায়গঞ্জে রোড শোয়ের পর হঠাৎ ই অসুস্থ বোধ করেন বিজেপির এই তারকা প্রার্থী। রায়গঞ্জে রোড শো ছাড়াও উত্তরবঙ্গ এবং মালদায় একাধিক কর্মসূচী ছিল মিঠুন চক্রবর্তী।

রায়গঞ্জে রোড শো করে মালদার হাবিবপুরে তার একটি কর্মসূচী ছিল। সেখানে কাজ চলাকালীন তিনি অসুস্থ বোধ করেন এবং পরের কর্মসূচী বাতিলের কথা জানান। এরপর সেখানকার কর্মসূচী বাতিল হলে রায়গঙ্গে রোড শো তে পৌঁছন তিনি। সেখানে ৬ কিলোমিটার রোড শো এর মধ্যে কিছুদূর গিয়েই অসুস্থ বোধ করায় বাতিল হয় বাকি কর্মসূচী।

তাকে সঙ্গে সঙ্গে হেলিকপটাররে করে তরিঘড়ি করে আনা হয় কোলকাতায়। কোলকাতায় চিকিৎসকদের সাথে যোগাযোগ করলে চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তার চিকিৎসার ব্যবস্থা করেন। যদিও এখনও পর্যন্ত মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে সঠিক ভাবে কোনও কিছু বিবৃতি দেওয়া হয়নি।

এর আগেও একবার এরকম রাজনৈতিক দলের হয়ে প্রচারের সময় একটি রোড শো এ গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী। তিনি বেশ কিছুদিন ধরে এমনিতেই অসুস্থ ছিলেন। তার শারীরিক অসুস্থতার কথা অনেকবার প্রকাশ্যে এসেছে। যদিও বর্তমানে করোনা পরিস্থিতির জন্য বাতিল করে দেওয়া হয়েছে সমস্ত রাজনৈতিক দলের জনসভা এবং রোড শো।