এছাড়াও বাকি ৩ লক্ষ ৫০ হাজার ভ্যাকসিন রাজ্য সরকার সেরাম ইনস্টিটিউট এর থেকে কিনেছে। সব মিলিয়ে মোট ৭ লক্ষ ৪৫ হাজার কোভিশিল্ড ভ্যাকসিন গতকাল দুপুর ২:৪৫ মিনিট নাগাদ কলকাতার বিমানবন্দরে এসে পৌঁছায়।
ফের গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহামারী করোনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নবান্নে উচ্চপদস্থ অধিকারীদের সঙ্গে একটি ভার্চুয়ালি বৈঠক করেন। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা মোকাবিলায় রুখে দাঁড়াতে রাজ্যের প্রতিটি মানুষকেই করোনা টিকা দেওয়া হবে। তবে তা সম্পূর্ণ বিনামূল্যে।
রাজ্যের করোনা ভ্যাকসিনের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “রাজ্যে এখনো তিন কোটি ভ্যাকসিন এর প্রয়োজন। কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার যে পরিমাণ ভ্যাকসিন রাজ্য সরকারকে সাহায্য অর্থে পাঠিয়েছেন যথেষ্ট নয়। রাজ্য সরকারের তরফ থেকে প্রতিনিয়ত কোভিড ভ্যাকসিনের উদ্দেশ্যে চিঠি পাঠানো হচ্ছে কেন্দ্র সরকারকে।” কিন্তু কোন প্রকার লাভ হয়নি বলেই মন্তব্য মুখ্যমন্ত্রীর।
রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যে পরিমাণ ভ্যাকসিন রাজ্য সরকারের হাতে এসে পৌঁছেছে। সেই টিকা রাজ্যবাসীকে বিনামূল্যে দেওয়া হবে। কয়েকদিন আগেই করোনা ভ্যাকসিন এর দ্বিতীয় ডোজ নিতে গিয়ে অনেকেই খালি হাতে ফিরেছিলেন। এবার রাজ্য সরকারের হাতে রয়েছে ৭ লক্ষ ৪৫ হাজার টিকা যা রাজ্যের মানুষ গ্রহণ করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে।