ONGC, west bengal, oil and natural gas in ashoknagar, ওএনজিসি, পশ্চিমবঙ্গ, অশোকনগরে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস ভান্ডারের খোঁজ
অশোকনগরে আরো সাতটি তেল এবং গ্যাস কূপের খোঁজ! বদলে যেতে পারে বাংলার অর্থনীতি

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস ভান্ডারের খোঁজ পাওয়ার পর থেকেই সেখানে প্রাথমিকভাবে তিনটি কূপ খুঁড়ে পরীক্ষামূলকভাবে তৈল উত্তোলনের কাজ শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি। দীর্ঘদিন ধরেই অশোকনগর বাইগাছি এলাকায় তেলের জন্য খোঁজ চালাচ্ছিল ওএনজিসি। সেই খোঁজ মিলতেই প্রথমে একটি কূপ খুঁড়ে সেখান থেকে তৈল উত্তোলনের কাজ শুরু করে তারা। তারপর খুব সম্প্রতি দৌলতপুরে আরো একটি কূপ খোঁড়া হয়। এবার নতুন পাওয়া তথ্যের ভিত্তিতে আরো সাতটি তেল এবং গ্যাস উত্তোলনের জন্য কূপ খোঁড়ার এলাকা চিহ্নিত করেছে এই সংস্থা।

ওয়াকিবহাল মহলের ধারণা ওএনজির এই উদ্যোগগুলি সফল হলে উত্তর ২৪ পরগনা তথা গোটা রাজ্যের আর্থসামাজিক চিত্রটাই বদলে যেতে পারে। ওএনজিসি-র পরিচালন পর্ষদের আধিকারিকরা এই পরিকল্পনায় সিলমোহর দিলে এবং নিয়ন্ত্রক সংস্থা প্রয়োজনীয় ছাড়পত্র প্রদান করলে দুই থেকে আড়াই বছরের মধ্যেই অশোকনগর থেকে বাণিজ্যিকভাবে তেল উৎপাদন করা শুরু হবে। গত মঙ্গলবার ফিকির সভায় ওএনজিসি-র চিফ জেনারেল ম্যানেজার শ্যামল বসু এ বিষয়টি জানান।

ওএনজিসির সিজিএম (প্রোডাকশন) শ্যামল বোস এই সভায় প্রাকৃতিক গ্যাস নিয়ে বলেন, অশোকনগর ১নং কূপে তেল ও গ্যাসের হদিশ পাওয়া গিয়েছে এবং অশোকনগর ২ নং ও দৌলতপুরের কূপে গ্যাসের সন্ধান মিলেছে। ওএনজিসি আরো নতুন তিনটি গ্যাসের এবং চারটি তেলের কূপ খননের জন্য সাত-আট মাসের মধ্যেই সংস্থার পর্ষদের কাছে প্রস্তাব পেশ করবে। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে হতে ২০২৫ সালের মাঝামাঝি হয়ে যাবে। তারপরই অশোকনগর থেকে গ্যাস এবং খনিজ তৈল উৎপাদনের কাজ শুরু হবে।

সুত্রের খবর, ওএনজিসি-র অনুসন্ধান বিভাগের ডিরেক্টর আর. কে. শ্রীবাস্তবের দাবি, গ্যাস ও অপরিশোধিত তেল উত্তোলনের কারনে অশোকনগর এলাকায় ওএনজিসি-র পক্ষ থেকে আগামী তিন বছরে প্রায় ৫০০ কোটি টাকা লগ্নি করা হতে পারে। এর ফলস্বরুপ ওই এলাকার আর্থ-সামাজিক পরিস্থিতি বদলে যাওয়ার পাশাপাশি প্রচুর নতুন কর্মসংস্থান ও অনুসারী শিল্পের সমৃদ্ধি সাধন হবে। পূর্বেই বর্ধমানের কোল বেড মিথেন থেকে বাণিজ্যিকভাবে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা শুরু হয়েছে। এমতাবস্থায় অশোকনগরে এই নতুন জ্বালানি ভান্ডার খোঁজ পাওয়ায় নতুন আশা জুগিয়েছে।

এখনো পর্যন্ত অশোকনগর থেকে তোলা ২৯০ টন খনিজ তেল শোধনের জন্য দক্ষিণ ভারতে অবস্থিত ওএনজিসি-র শোধনাগার ও হলদিয়ার আইওসির শোধনাগারে পাঠানো হয়েছে। অশোকনগরের কূপ থেকে পাওয়া তেল ও গ্যাসকে শোধন করার জন্য রাজ্য সরকার ওএনজিসি-কে অশোকনগরেই ১৩ একর জমি প্ৰদান করেছে।