পশ্চিমবঙ্গ ডেস্কঃ হুহু করে বেড়ে চলেছে অতিমারি করোনা। তার মধ্য দিয়েই বঙ্গ চলছে বিধানসভা নির্বাচনী ভোট। বাংলায় ৮ টি দফায় নির্বাচনী ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই ষষ্ঠ দফার ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে এবং আজ সপ্তম দফার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হচ্ছে।
আজ সোমবার ২৬ শে এপ্রিল বঙ্গে পাঁচটি জেলায় ৩৪ টি আসনে ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হচ্ছে। সপ্তম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৩৬ টি আসনে। তবে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ও জঙ্গিপুরের দুই প্রার্থীর করোনা সংক্রমনের জেরে মৃত্যু হওয়ায় সেখানকার ভোট পিছিয়ে ১৬ ই মে করা হয়েছে। সেই কারণেই ৩৬ আসনের বদলে আজ ৩৪ টি আসনে ভোটগ্রহণ হবে।
কলকাতা, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান এই পাঁচটি জেলায় সপ্তম দফার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হচ্ছে আজ। তারই মধ্যে কলকাতা বন্দর, রাজবিহারী, ভবানীপুর ও বালিগঞ্জে এই চারটি আসনে ভোটগ্রহণ হবে কলকাতায়। দক্ষিণ দিনাজপুরের ৬ টি আসনের মধ্যে রয়েছে বালুরঘাট, কুমারগঞ্জ, কুশমন্ডি, গঙ্গারামপুর, তপন, হরিরামপুর,। এছাড়াও মালদার ৬ টি আসনের মধ্যে রয়েছে হবিবপুর, চাঁচোল, গাজোল, হরিশ্চন্দ্রপুর ,রতুয়া ,মালতিপুর।
মুর্শিদাবাদে ৯ টি আসনের মধ্যে রয়েছে ফারাক্কা, রঘুনাথগঞ্জ, সাগরদিঘী, লালগোলা, ভগবানগোলা, রাণীনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম ও সুতি এবং পশ্চিম বর্ধমানের ৯ টি আসনের মধ্যে রয়েছে পাণ্ডবেশ্বর, জামুরিয়া, দুর্গাপুর পশ্চিম, দুর্গাপুর পূর্ব, রানীগঞ্জ আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, বারাবনি।
এদের মধ্যে হেভিওয়েট ভোট কেন্দ্র হল ভবানীপুর। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-এর খাস তালুকে লড়াই করছেন দলীয় বর্ষীয়ান নেতা শোভন চট্টোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রুদ্রনীল ঘোষ।
অন্যদিকে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষের কেন্দ্রেও আজ ভোট গ্রহণ পর্ব চলছে। তিনি আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ওই কেন্দ্র থেকেই বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অগ্নিমিত্রা পাল। সপ্তম দফার নির্বাচনী ভোটগ্রহণ পর্বে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।