sealdah, train cancel, local train cancel in sealdah route, শিয়ালদহ, ট্রেন বাতিল, শিয়ালদহ শাখায় ট্রেন বাতিল
বড়দিনের আবহে শিয়ালদহ শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন, জেনে নিন বাতিল তালিকা

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ আজ শনিবার ২৪শে ডিসেম্বর এবং কাল রবিবার ২৫শে ডিসেম্বর শিয়ালদহ মেইন শাখায় রেল-ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণে এই দুইদিন একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, শিয়ালদহ থেকে নৈহাটি ও রানাঘাটের মধ্যে সচল মোট ১৫২টি আপ ডাউন লোকাল ট্রেনের মধ্যে এই দুদিনের জন্য বাতিল হয়েছে ৩৪ টি ট্রেন।

শিয়ালদহ-নৈহাটি এবং শিয়ালদহ-রানাঘাট সেকশনের রেল-ট্র্যাকের কাজ চলবে। আর সেই কারণেই রেল বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, ২৫শে ডিসেম্বর বড়দিনের আবহে একগুচ্ছ ট্রেন বাতিল হওয়াতে সমস্যার সম্মুখীন হতে পারেন যাত্রীরা।

জেনে নেয়া যাক এই দুই দিন কোন কোন ট্রেন বাতিল করার ঘোষণা করেছে পূর্ব রেলওয়ে…

শনিবার যে ট্রেনগুলি বাতিল হবে সেগুলি হল-

আপ ৩১৮৪৩ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল
ডাউন ৩১৮৩৮ কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল
আপ ৩১৯২৯ শিয়ালদহ-গেদে লোকাল
ডাউন গেদে-শিয়ালদহ লোকাল
আপ ৩১৫৩৯ শিয়ালদহ – শান্তিপুর লোকাল
ডাউন শান্তিপুর-শিয়ালদহ লোকাল
আপ ৩১৬২৯, ৩১৬৩১ শিয়ালদহ – রানাঘাট লোকাল
ডাউন রানাঘাট-শিয়ালদহ লোকাল
আপ কল্যাণী সিমন্ত – নৈহাটি লোকাল

রবিবার যে ট্রেনগুলি বাতিল হবে সেগুলি হল-

আপ ৩১৮১১, ৩১৮১৫ শিয়ালদহ – কৃষ্ণনগর লোকাল
ডাউন ৩১৮১২, ৩১৮১৬ কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল
আপ ৩১৫১১, ৩১৫১৩ শিয়ালদহ – শান্তিপুর লোকাল
ডাউন ৩১৫১২, ৩১৫১৬ শান্তিপুর-শিয়ালদহ লোকাল
আপ ৩১৬১১, ৩১৬১৫ শিয়ালদহ – রানাঘাট লোকাল
ডাউন ৩১৬১৪, ৩১৬১৬ রানাঘাট-শিয়ালদহ লোকাল
আপ ৩১৩১১, ৩১৩১৩, ৩১৩১৫ শিয়ালদহ -কল্যাণী সীমান্ত লোকাল
ডাউন ৩১৩১৪, ৩১৩১৬, ৩১৩১৮ কল্যানী সীমান্ত-শিয়ালদহ লোকাল
আপ ৩১১৯১ নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল