yash dasgupta joins bjp, যশ দাসগুপ্ত, বিজেপি,
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ২০২১ এর বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির গড় আরো শক্তিশালী করতে দলে এবার যোগদান করানো হলো একাধিক টলি তারকাকে। বাংলার এবারের বিধানসভা ভোটকে কেন্দ্র করে টলিপাড়া দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। কেও বিজেপি তো কেও তৃণমূল। বাঙালি সেলিব্রেটিদের দলে নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে রাজনৈতিক দলগুলি।

সেলিব্রিটিদের দলে নেওয়ার ক্ষেত্রে আজ বড় শিকার করল কৈলাস বিজয়বর্গীয়রা। আজ বিকেলে কলকাতার এক বিলাসবহুল হোটেলে বিজেপিতে যোগ দিলেন টলিউডের সুপারস্টার যশ দাসগুপ্ত। যশ দাশগুপ্তর সাথে আজ আরো টলি তারকারা বিজেপিতে যোগদান করেন। যশের সাথে যোগ দিলেন টলি তারকা সৌমিলি বিশ্বাস ও পাপিয়া অধিকারী।

যশ দাশগুপ্ত যে আগের থেকেই বিজেপিতে যোগদান করবেন তার আন্দাজ পাওয়া যাচ্ছিল। তবে আজ তা পাকাপাকিভাবে ঘোষণা হয়ে গেল। যশ দাশগুপ্তের খুব কাছের বন্ধু তৃণমূল নেত্রী নুসরাত জাহান। যশের বিজেপিতে যোগদান দেওয়া নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি তৃণমূল নেত্রী নুসরাত জাহানের পক্ষ থেকে।

আজ টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত বিজেপিতে যোগদান করার পরে বলেন “আমায় এই পরিবারের সদস্য করে নেওয়ার জন্য ধন্যবাদ। অনেকের মনেই হয়তো এখন এই প্রশ্নটা আছে হঠাৎ এটা কিভাবে হলো ? আমার মনে হয় বিজেপি এমন একটা দল যারা নতুন প্রজন্মকে সুযোগ দিয়ে থাকে। আর আমি মনে করি যদি সিস্টেমকে বদলাতে হয় তাহলে সিস্টেমের মধ্যে থাকতে হবে। সেটার অংশ হতে হবে। সিস্টেমে থেকে তবেই সিস্টেমকে বদলানো সম্ভব।”

যশ দাসগুপ্তের ফ্যানের সংখ্যা প্রচুর। ২০২১ বিধানসভা ভোটের আগে বিজেপি একটা বড় চমক দিল তা নিয়ে কোন সন্দেহ নেই।